Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Local Train Update: কবে থেকে রাজ্যে স্বাভাবিক ভাবে চলবে লোকাল ট্রেন? জানিয়ে দিল পূর্ব রেল

Updated :  Tuesday, October 26, 2021 4:14 AM

করোনা সংক্রমণের কারণে গত মে মাসের শেষ থেকে রাজ্যে দ্বিতীয় বার লকডাউন শুরু হয়৷ ধীরে ধীরে লকডাউন শিথীল হলেও আপাতত এ রাজ্যে দু’ ক্ষেত্রে ‘লকডাউন’ চলছে। প্রথমত হল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পঠনপাঠন আর দ্বিতীয়টি হল লোকাল ট্রেন চলাচল। প্রথম সমস্যার অবশ্য সুরাহা গতকাল করেছে রাজ্য সরকার৷ ১৬ নভেম্বর থেকেই করোনা নিয়মবিধী মেনে ফের খোলা হবে স্কুল কলেজ৷ একথা সোমবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু লোকাল ট্রেন যে কবে চলবে, তা নিয়েএ খনো রাজ্যের তরফে এখনও কোনও সংকেত মেলেনি। স্কুল কলেজ খোলার নির্দেশের পর ফের এই প্রশ্ন সকলের মনে আসছে যে কবে থেকে ট্রেনের চাকা সকলের জন্য ঘুরবে? অবশ্য পূর্ব রেলের তরফেল থেকে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকারের সবুজ সংকেত এখনো পাওয়া যায়নি। নবান্ন থেকে যেদিন ট্রেন চলার অনুমতি দেওয়া হবে তার পরদিন থেকেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত হবে একথা জানিয়েছে পূর্ব রেল।

আগামী মাসের ১৬ থেকে রাজ্যে স্কুল এবং কলেজ খুলে যাবে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারবে। কিন্তু স্কুল, কলেজ খুললেও পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা যাবেন কীভাবে, এই নিয়ে নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত বহু ছাত্র-ছাত্রী, শিক্ষকদের যাতায়াতের ক্ষেত্রে একমাত্র মাধ্যম হল লোকাল ট্রেন। সেক্ষেত্রে লোকাল ট্রেন না চালিয়েই যদি স্কুল ও কলেজ খুলে দেওয়া হলে তাহলে তো তাঁরা প্রবল সমস্যায় পড়বেন বলে মন্র করা হচ্ছে৷

উল্লেখ্য, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও তাদের কোনও নির্দেশ আসেনি বা যোগাযোগ করা হয়নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, ‘১৬ নভেম্বর থেকে তো স্কুল খুলবে। এখনও সময় আছে। আজ বললে কাল সকালে চালিয়ে দেব ট্রেন।’
.