বিনোদনবলিউড

Bollywood Actress: বলিউড থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন এই অভিনেত্রী, তালিকায় আছে কাজলের বোনের নামও

Advertisement

বলিউডের চাকচিক্যের মাঝে স্থান করে নিতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়। অনেকেই মনে করেন, বলিউডে চলে নেপোটিজম। তারকা সন্তানরা সুযোগ পান। কিন্তু সাধারণ মানুষের প্রতি চলে অবহেলা। তবে তা সত্য নয়। বহু তারকা সন্তান রয়েছেন যাঁরা বড় ব্যানারের ফিল্মে সুযোগ পেলেও পরবর্তী কালে হারিয়ে গিয়েছেন। অনেকে অভিনয় করেন পার্শ্ব চরিত্রে। অনেকে পেশা পরিবর্তন করলেও বলিউডের সাথে ক্ষীণ যোগাযোগ রেখেছেন। এমনকি কয়েকজন নায়িকা রয়েছেন যাঁরা স্টারকিড না হলেও বলিউডে ডেবিউ ফিল্মেই নজর কেড়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে ধীরে ধীরে তাঁরাও অন্তর্হিত হয়ে গিয়েছেন। এই তালিকায় প্রথমেই রয়েছে তানিশা মুখার্জী (Tanisha Mukherjee)-র নাম।

তানিশার ধমনীতে বইছে বলিউডের নামী মুখার্জী পরিবার ও সমর্থ পরিবারের রক্ত। তানিশার দিদা শোভনা সমর্থ (Shobhna Samarth) ছিলেন নির্বাক ও পরবর্তী কালে সবাক যুগের নামী অভিনেত্রী। মূলতঃ মারাঠি ফিল্মের নায়িকা ছিলেন তিনি। শোভনার জ্যেষ্ঠ কন্যা নূতন (Nutan) ওরফে তানিশার মাসি ছিলেন বলিউডের নামী নায়িকা। নূতনের বোন তনুজা (Tanuja)-ও বলিউড ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাধিক হিট উপহার দিয়েছেন। তানিশার দিদি কাজল (Kajol) গত দুই দশক ধরে বলিউডের প্রথম সারির নায়িকা। তানিশার বাবা সোমু মুখার্জী (Somu Mukherjee) ছিলেন বলিউডের নামী প্রযোজক-পরিচালক। কিন্তু তানিশা বলিউডে সফল ভাবে ডেবিউ করার পরও হারিয়ে গেলেন।

প্রকৃতপক্ষে তাঁর ডেবিউ ফিল্মের সেটে মারাত্মক দূর্ঘটনা ঘটেছিল তানিশার। তিনি কিছুদিন কোমায় আচ্ছন্ন ছিলেন। তনুজার মনে হয়েছিল, হয়তো ফিরে পাবেন না তাঁর কনিষ্ঠা কন্যাকে। কোমা থেকে বেরিয়ে এলেও এই ঘটনার পর উপর্যুপরি অসুস্থ হতে শুরু করেন তানিশা।ফলে বলিউড থেকে সরে যেতে বাধ্য হন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ।

যশ চোপড়া (Yash Chopra) নির্মিত ফিল্ম ‘মহব্বতেঁ’-র মাধ্যমে বলিউড ডেবিউ ঘটেছিল কিম শর্মা (Kim Sharma)-র। অভিনেত্রী হিসাবে তিনি ছিলেন যথেষ্ট বোল্ড। কিন্তু এই ফিল্মের পর থেকে কেরিয়ারে ফোকাস করার পরিবর্তে তিনি ব্যক্তিগত জীবনে জড়িয়ে পড়েন একাধিক সম্পর্কে। ফলে ধীরে ধীরে তাঁর হাতে কমতে থাকে ফিল্মের কাজ। অবধারিত ভাবেই ইন্ডাস্ট্রি থেকে সরে যান কিম।

সলমান খান (Salman Khan)-এর বিপরীতে ‘লাকি : নো টাইম ফর লাভ’ ফিল্মের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন স্নেহা উল্লাল (Sneha Ullal)। শুরু থেকেই তাঁর চেহারার সাথে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর চেহারার মিল খুঁজে পেয়েছিলেন অনেকে। কিন্তু এই ঘটনার খেসারত দিতে হয়েছিল স্নেহাকে। বলিউডে ঐশ্বর্যর ‘ডোপলগ্যাঙ্গার’ হিসাবে পরিচিত হয়ে গেলেন স্নেহা। কেরিয়ারের কফিনে পুঁতল পেরেক।

বলিউডে যথেষ্ট সফল ছিলেন রিমি সেন (Rimi Sen)। কিন্তু ছিল না তাঁর ধৈর্য্য। টানা আট বছর বলিউডে কাজ করার পর সরে যান তিনি। রিমির মতে, তিনি শুধুই কমেডি ফিল্মের প্রস্তাব পাচ্ছিলেন। রিমিকে শেষ বার দেখা গিয়েছিল ‘ধূম’-এ। এছাড়াও কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি।

মিনিশা লাম্বা (Minisha Lamba)-র বলিউড ডেবিউ ছিল যথেষ্ট সফল। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশের সাথে মানিয়ে নিতে না পেরে পরবর্তী কালে নিজেই সরে যান তিনি।

Related Articles

Back to top button