একই দিনে প্রকাশিত হল সিবিএসই (CBSE Board Results) ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এর ফলাফল। সোমবার, ১৩ মে পরপর প্রকাশ করা হল ক্লাস টুয়েলভ এবং ক্লাস টেন এর রেজাল্ট। চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিনেই প্রকাশ্যে এল দুই ক্লাসের ফলাফল। এদিন সকালে প্রথমে প্রকাশিত হয় সিবিএসই এর ক্লাস টুয়েলভ এর রেজাল্ট। তারপর একটু বেলা গড়াতেই প্রকাশ করা হল ক্লাস টেন এর রেজাল্টও।
সোমবার সকালে ক্লাস টুয়েলভ এর ফলাফল প্রকাশ করে সিবিএসই বোর্ড। তারপর থেকেই ক্লাস টেন এর রেজাল্ট নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। শেষমেষ এদিনই প্রকাশ করা হল ক্লাস টেন এর রেজাল্ট। এ বছর সিবিএসই বোর্ডে ক্লাস টেনে পাশের হার ৯৩.৬ শতাংশ। কোথায় দেখা যাবে রেজাল্ট, কীভাবেই বা দেখবেন বিস্তারিত ভাবে জানানো হল এই প্রতিবেদনে।
সিবিএসই বোর্ডের অফিশিয়াল সাইটে প্রকাশিত হয়েছে ফল। ওই সাইটে গেলেই পাওয়া যাবে রেজাল্ট। এছাড়া আরো কিছু সাইটে গেলেও ফলাফল দেখা যাবে। এই সাইটগুলি হল results.digilocker.gov.in, umang.gov.in, cbse.gov.in, cbseresults.nic.in। উমাং সাইটে গিয়েও ক্লাস টেনের রেজাল্ট জানা যাবে। রেজাল্ট দেখার জন্য প্রথমে সিবিএসই এর হোমপেজে গিয়ে যেতে হবে রেজাল্ট বিভাগে। সেখানে ক্লিক করার পর রোল নম্বর, জন্ম তারিখ এর মতো কিছু তথ্য দিতে হবে। তারপরেই খুলে যাবে রেজাল্ট এর পেজ। সেটি কম্পিউটারে সেভ করে নিতে হবে। মার্কশিটে নাম, রোল নম্বর, জন্ম তারিখ এর মতো তথ্যগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলি মিলিয়ে নিতে হবে।
উল্লেখ্য, সিবিএসই বোর্ডের ক্লাস টেনের ফলাফল মে মাসের প্রথম দিকে প্রকাশিত হলেও এ বছর লোকসভা নির্বাচন এপ্রিলে শুরু হওয়ায় তা পিছিয়ে যায়। ভোটগ্রহণের মাঝেই কবে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিলই। এর মাঝেই সিবিএসই এর তরফে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছিল, ২০ মে এর পর ফলাফল প্রকাশ করা হবে। তবে তার আগেই প্রকাশ্যে এল রেজাল্ট।