পৃথিবীবাসীকে সতর্ক ও সচেতন হওয়ার বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর প্রধান টেড্রোস অ্যাডহ্যানম গেব্রিয়েসাসের। তিনি বলেন, ‘এটাই শেষ অতিমারি নয়, যদি না মানুষ জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করতে পারে।’ এমনকি মানুষের স্বাস্থ্যের উন্নতির সমস্ত চেষ্টাও বৃথা হয়ে যাবে বলেই মনে করেন তিনি।
আন্তর্জাতিক অতিমারি প্রস্তুতি দিবসে এক ভিডিও বার্তায় টেড্রোস অ্যাডহ্যানম গেব্রিয়েসাস বলেছেন, ‘একটি বিপজ্জকক ছবি দেখা গিয়েছে, যে অতিমারি ছড়িয়ে পড়লে অর্থ খরচ করা হয়, কিন্তু পরবর্তীটার প্রস্তুতিতে কিছু করা হয় না।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতাঁর মতে, ‘দীর্ঘদিন ধরে বিশ্ব আতঙ্ক ও অবহেলার মধ্যে দিয়ে গিয়েছে। এখন কোভিড ১৯ অতিমারি থেকে শেখার সময় এসেছে। ইতিহাস বলে এটাই শেষ অতিমারি নয় এবং অতিমারি জীবনের একটি সত্য। মানুষের স্বাস্থ্য, প্রাণী ও পৃথিবীর মধ্যে একটা নিবিড় যোগাযোগকে তুলে ধরেছে অতিমারি।’
হু-এর প্রধান আরও বলেন, ‘গত ১২ মাসে, পৃথিবী ওলট পালট হয়ে গেছে। রোগের থেকেও সমাজ ও অর্থনীতিতে এর অনেক বেশি এবং সুদূর প্রসারী প্রভাব পড়েছে। সব দেশের উচিত সমস্ত ধরনের জরুরি অবস্থা রোধের ক্ষেত্রে বিনিয়োগ করা। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা আরও জোরদার করার পরমার্শও দিয়েছেন তিনি।’ এভাবেই বিশ্ববাসীকে সতর্ক করেছেন হু প্রধান।