Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা মোকাবিলায় ব্যর্থ ‘হু’, অনুদান বন্ধ করল আমেরিকা

Updated :  Wednesday, April 15, 2020 12:46 PM

বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯। চিন থেকেই এই রোগের উৎপত্তি। গত বছর ডিসেম্বর থেকে চিনে উইহান প্রদেশে এই মারণ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও তথ্য গোপন করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করেছে চিন। আর এই কাজে চিনকে সাহায্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। তিনি মনে করেন, বিশ্ব জুড়ে করোনা মহামারির মোকাবিলায় ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংস্থা চিনের প্রতি সহানুভূতি দেখিয়ে পক্ষপাতিত্ব করেছে বলে দাবি করে আগেই অনুদান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের আবহে অনুদান বন্ধের এই সিদ্ধান্ত বেকায়দায় পড়তে পারে ‘হু’। কারণ, এই সংস্থার সিংহভাগ অনুদান আসে আমেরিকা থেকে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সাংবাদিকদের সামনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ‘করোনা মোকাবিলায় নিজেদের কর্তব্য পালনে ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মারণ ভাইরাসের উৎপত্তি চিন থেকে, অথচ বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে ‘হু’। তাই এই সংস্থাকে দেওয়া সমস্ত অনুদান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’ ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতারেস। তিনি বলেন, ‘এখন হু-এর অনুদান বন্ধের সময় নয়। এটা সবার বোঝা উচিত।’

ইতিমধ্যে করোনার থাবায় বিশ্ব জুড়ে প্রাণ গিয়েছে লক্ষাধিক মানুষের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই রোগের বিষয়ে চিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তথ্য গোপনের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই অনৈতিক কাজে চিনের প্রতি ‘হু’-এর সমর্থন থাকার অভিযোগ এনে এবার অনুদান বন্ধের পথে পা বাড়াল আমেরিকা।