Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা ভাইরাস তৈরিতে চিনের সাথে জড়িত WHO : দাবি ভাইরোলজিস্ট ইয়ানের

Updated :  Wednesday, September 23, 2020 2:45 PM

চিনঃ করোনা ভাইরাস নিয়ে আবারো বিস্ফোরক মন্তব্য চিনের ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের। তিনি জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি জানান চিনের ইউহানের গবেষণাগারেই তৈরি করা হয়েছে করোনা ভাইরাস৷ এমনকি এই গোটা ষড়যন্ত্রে জড়িত আছে WHO৷

জনতাকে বিভ্রান্ত করার জন্য বলে হয়েছিলো জীবাণু প্রাথমিকভাবে ছড়িয়েছে ইউহান মার্কেট থেকে। ইয়ানের মতে আসলে এটি ছিলো চিনের কমিউনিস্ট পার্টির ইচ্ছাকৃত ধোঁয়াশা মূলক বিবৃতি। চিনের ভাইরোলজিস্ট ড. লি মেং ইয়ান দাবি করেছেন তাঁর হাতে প্রমাণ রয়েছে যে করোনা ভাইরাস বানানো হয়েছে চিনের এক সরকারি ল্যাবে। করোনাভাইরাসের প্রকৃতি থেকে আসেনি এর গঠনগত বৈশিষ্ট আলাদা।

এই ভাইরাস এসেছে চিনের কোনও ল্যাব থেকেই। আর এই প্রমাণ তার কাছে থাকার কারণে চিনের মনে হতো একদিন না একদিন এই কথা পাঁচ কান হতে পারে। আর সেই ভয়ে চিন ছাড়েন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। তার জন্ম হংকংয়ে এবং গবেষণার কাজও করতেন চিনে। একটি টক শো তে তিনি জানান চিন তাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে। বারবার একাধিক পদক্ষেপে চিন বোঝানোর চেষ্টা করেছে করোনা ভাইরাসের পিছনে চিনের কোন হস্তক্ষেপ নেই। এমনকি ইতিমধ্যেই ইয়ানের ট্যুইটার অ্যাকাউন্টটিও বন্ধ করা হয়েছে।

ইয়ানের দেখা এই সমস্ত তথ্য প্রমাণ মুছে ফেলেছে চিন। ইয়ান জানিয়েছিলেন, ”করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্ট এর মতো। আমি কিছু প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারব যে চিনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা পড়তে পারবে। এবং নিজেই নিজেই বিচার করতে পারবে।” আর এদিনের এই মতের পর স্বাভাবিক ভাবেই ইয়ানের এই দাবি নস্যাৎ করে তার বিরোধিতা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, চিনা জাতীয়  স্বাস্থ্য কমিশন এবং হংকং ইউনিভার্সিটি ।