দেশ

Kangana Ranaut: কঙ্গনাকে চড় মেরে লাইমলাইটে পাঞ্জাবের CISF জওয়ান কুলবিন্দর কৌর, জেনে নিন তার আসল পরিচয়

কেনই বা এই কাজ করলেন তিনি সেটা নিয়েই এখন ভারতে তোলপাড়

Advertisement
Advertisement

নবনির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মেরে রাতারাতি লাইমলাইটে এসে গিয়েছেন চন্ডিগড় বিমানবন্দরের এক সিআইএসএফ জওয়ান। চন্ডিগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিং চলাকালীন এই মহিলা জওয়ান অভিনেত্রীকে চড় মারেন বলে অভিযোগ এবং তার পরে রীতিমতো হুলস্থুল বেঁধে যায় পুরো বিমানবন্দরে। জানা গিয়েছে অভিযুক্ত ওই জওয়ানের নাম কুলবিন্দার কৌর। ঘটনার পরই তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে এবং এই বিষয়ে একটা উচ্চপর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে। এমনকি ডিজির নেতৃত্বে পাঞ্জাব পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে এই পুরো ঘটনা সরজমিনে খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

কে এই কুলবিন্দর কৌর?

Advertisement

ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছেন এই সিআইএসএফ জওয়ান। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এই জওয়ানকে অভিনেত্রী তথা সাংসদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এই ভিডিওতে ভাইরাল হয়েছে ওই জওয়ানের ছবি। প্রশ্নটা হলো কে এই মহিলা? আর কেনই বা তিনি চড় মারলেন? আপনাদের জানিয়ে রাখি, জানা গিয়েছে ওই অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ান পাঞ্জাবের সুলতানপুর লোধি বলে একটি জায়গার বাসিন্দা।

Advertisement
Advertisement

বর্তমানে তিনি সেক্টর ৬৪ ফেজ এক্স, মোহালিতে কর্মরত। তবে এর থেকেও বড় বিষয়টা হল, তার পরিবার কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত। বর্তমানে ওই CISF জওয়ান চন্ডিগড় ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করছেন। প্রতিদিনের মতো এদিনও তিনি এই দায়িত্বে ছিলেন। কিন্তু তার মধ্যেই এই ঘটনা ঘটে যায়।

কি বক্তব্য ওই মহিলার?

কৃষক আন্দোলন নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য এবং টুইট করেছিলেন তৎকালীন অভিনেত্রী তথা বর্তমান সাংসদ কঙ্গনা রানাউত। ১০০ টাকার জন্য মহিলারা বসে আছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর সেটার পরেই পাঞ্জাবের বেশ কিছু জায়গায় তার বিরুদ্ধে ক্ষোভ উঠতে শুরু করে। আর সেটার জন্যই অভিযুক্ত ওই সিআইএসএফ জওয়ান মহিলা বলেন, উনি কি ওখানে ১০০ টাকার জন্য আন্দোলনে বসতে গিয়েছিলেন? সেখানে আমার মা বসেছিলেন। ফলতো কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রী মন্তব্যের পরেই পুরো পাঞ্জাব তার ওপর ক্ষুব্ধ ছিল। আর এই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন ওই জওয়ান। বিজেপির তরফে জয়রাম ঠাকুর জানিয়েছেন, সাংসদের সঙ্গে চন্ডিগড় বিমানবন্দরে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button