সিএএ বিরোধিতায় হিংসার পরিবেশ দিল্লিতে। পুরসভা ভোটকে নজরে রেখে শহীদ মিনারের সভা থেকে সিএএর পক্ষেই বার্তা দিলেন অমিত শাহ। তার মন্তব্যে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনারে বিজেপির সভা থেকে অমিত শাহ এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের আইনের বিরোধিতা করছেন, শরনার্থীদের কেন আপন মনে হয় না তার, অনুপ্রবেশকারীদের আপন মনে হয় তার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানায় পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্থানের সংখ্যালঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে, শরনার্থীদের নাগরিকত্ব দিয়েই ছাড়বে সিএএ। মুখ্যমন্ত্রী এতদিনে কিছু করতে পারেন নি, আগামী দিনেও পারবেন না বলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিএএ বিরোধিতা করছেন না, তার সাথে তিনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বিরোধিতা করছেন।
আরও পড়ুন : ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করবে মোদী সরকার
তার এমন মন্তব্যের পাল্টা প্রতিবাদ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভার পর টুইটে তিনি বলেন রাজ্যে এসে সরকারকে জ্ঞাণ দেওয়ার পরিবর্তে গেরুয়া শিবিরের ব্যাখা করা উচিত কীভাবে তাদের সামনে পঞ্চাশ জনের প্রাণ গেল। মানুষের কাছে এর জন্য ক্ষমা চাওয়ার কথাও বলেন অভিষেক। বিজেপির বিভেদ ও ঘৃণা ছড়ানোর রাজনীতি সত্বেও পশ্চিমবঙ্গ ভালো রয়েছে বলে অমিত শাহের মন্তব্যকে নিশানায় বিধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।