Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rudranil-Tanushree: কেন ভেঙেছিল তনুশ্রীর সাথে রুদ্রনীলের প্রেম? সম্পর্ক ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেতা

Updated :  Monday, October 4, 2021 12:00 AM

বয়স পঞ্চাশ ছুঁইছুঁই, তবুও ব্যাচেলারের তকমা এখনো ঘোঁচেনি। না সলমন খানের কথা বলছিনা। ইনি হলেন টলিউড অভিনেতা। হ্যাঁ ইনি হলেন রুদ্রনীল ঘোষ। এখনো বিয়ের পিঁড়িতে না বসলেও বিয়েতে আপত্তি নেই এই অভিনেতার। তবে ৪৮ বছর বয়সে পৌঁছেও কেন গাঁটছাড়া বাঁধলেননা টলিউডের এই প্রতিভাবান অভিনেতা। প্রশ্ন অনেকের। অবশ্য বছর পাঁচেক আগে এক সাক্ষাৎকারে মনের মানুষের বিয়ের কথা বলেছিলেন। তবে আজ তাঁদের মধ্যে মনের মিল নেই তাই রাস্তাও আলাদা হয়েছে।

কে ছিলেন রুদ্রনীলের মনের মানুষ। তিনি আর কেউ না, পাত্রী ছিলেন অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী তনুশ্রী চক্রবর্তী। দুজনের সম্পর্ক সব ঠিক থাকলেও এক হননি বরং পালটে গিয়েছে সম্পর্কের সমীকরণ। তাই বিয়ের পিঁড়িতে বসার আগেই দুজন দুজনের জীবন থেকে সড়ে দাঁড়ালেন একে অপরের জীবন থেকে। তবে পথ আলাদা হলেও পেশাদারী সম্পর্ক বজায় রেখেছে।

চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে রুদ্রনীল আর তনুশ্রী দুজনেই বিজেপিতে নাম লেখান। এমনকি বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। ভবানীপুর আর শ্যামপুরের হয়ে লড়েছিলন দুই প্রাক্তম। এমনকি হেরেও গিয়েছিলেন দুজনে। তবে সম্পর্ক ভাঙলেও অভিনয়ের পেশাতে এখনো সম্পর্ক ভাঙেনি। চলতি বছরের শুরুর দিকে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের ছবি ‘আবার বছর কুড়ি পরে’-সিনেমায় অভিনয় করেছেন এই প্রাক্তন জুটি।

তবে এদের সম্পর্কের ভাঙনের কারণটা রহস্যময়। তবে আর রহস্য ঘনীভূত না করে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের ব্যাক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল। তনুশ্রীর সাথে বিয়ে ভেস্তে যাওয়ার কারণ হিসেবে এক সংবাদমাধ্যমে তিনি বলেন ‘আমরা ভালো বন্ধু ছিলাম, তবে বন্ধুত্বকে অন্য আকার দিতে গিয়ে দেখলাম স্বামী-স্ত্রী হয়ে গেলে অনেক কিছু বাধো বাধো ঠেকবে। বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়। তাই আলাদা হয়ে গেলাম’।

তবে জীবন আর কারোর জন্য থেমে থাকেনা। রুদ্রনীলের সঙ্গে প্রেম ভাঙার পর অভিনেত্রী তনুশ্রী মুভ অন করেছেন। এখন তিনি নতুন সম্পর্কে আবদ্ধ। জীবনে বিশেষ মানুষের উপস্থিতির কথা নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন এক রিয়ালিটি শোতে। শোনা গিয়েছে, ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সঙ্গে তনুশ্রীর প্রেম এখন টলিপাড়ার ওপেন টু সিক্রেট। তবে এখনো প্রেমিকের নাম জানাননি অভিনেত্রী। তবে তনুশ্রীর নতুন প্রেম নিয়ে রুদ্রনীল জানিয়েছেন, ‘ও এখন নতুন জীবনে পা রেখেছে। নতুন প্রেমিক আছে ওর। অনেক শুভেচ্ছা’। 

Rudranil-Tanushree: কেন ভেঙেছিল তনুশ্রীর সাথে রুদ্রনীলের প্রেম? সম্পর্ক ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেতা

তনুশ্রী মুভ অন করলেও রুদ্রনীল কি বিয়ে করবেন না? তিনিও কি ভাইজানের মতো ব্যাচেলার জীবন কাটাবেন। অভিনেতার অকপটে বলেন, ‘বিয়েতে তাঁর আপত্তি নেই। হতেই পারে, আজ থেকে দু’তিন মাস পরে তিনি বিয়ে করে নিলেন’। তবে কি রুদ্রনীলের জীবনে ‘সামওয়ান স্পেশ্যাল’ কেউ এসেছে? অবশ্য এখন তিনি সিক্রেট রাখলেন। হয়তো কোনো একদিন বিয়ে করে সকলকে চমকে দেবেন তা অবশ্য সময় বলবে।