স্বাভাবিক নারী দেহে যৌনাঙ্গের মধ্যে থাকে একটি জরায়ু, একটি যোনি। আর সব মানুষেরই কিডনি থাকে দুইটি।তবে এবার এর থেকে ব্যতিক্রম দুই নারীর সন্ধান পাওয়া গেছে ভারতে। তাদের দুজনেরই কিডনি আছে একটি করে। আর জরায়ু এবং যোনি আছে দুটি করে। বিস্ময়কর হলেও এটাই সত্য। এদের একজনের বয়স ১৮, অপরজনের বয়স ১৬। ২১ দিনের ব্যবধানে এই মেয়ে দুটির সন্ধান পেয়েছে ভারতের পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। দুই তরুণীর বাড়িই দেশটির দক্ষিণ চব্বিশ পরগনায়। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, দু’জনেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে এসেছিলেন অনিয়মিত ঋতুস্রাব ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে। কিন্তু ইউএসজি, সিটি স্ক্যান ও এমআরআই করার পর চিকিৎসকরা বুঝতে পারেন আর পাঁচটা মেয়ের থেকে এদের শারীরিক গঠন আলাদা।
ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন? জানলে অবাক হবেন

Updated : Wednesday, September 11, 2019 9:39 AM













New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases