করোনা অতিমারীর সময় বিনোদন জগতের আর্থিক পরিস্থিতি রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে 2022 সালের শেষ থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় বিনোদন জগৎ। 2023 সালে রিলিজ করেছিল প্যান ইন্ডিয়ান ফিল্ম ‘পুষ্পা : দ্য রাইজ’। দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে রক্তচন্দন কাঠের মাফিয়ারাজ নিয়ে তৈরি এই ফিল্ম বিশ্ব জুড়ে ছিল সুপারহিট। 2024 সালে সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে রিলিজ করতে চলেছে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ফিল্ম ‘পুষ্পা : দ্য রুল’। এই ফিল্মটি কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। এখনও অবধি প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ফিল্মের মুখ্য চরিত্র পুষ্পারাজের বোনের চরিত্রে দেখা যেতে পারে সাই পল্লবী (Sai Pallavi)-কে। পাশাপাশি পুষ্পারাজের প্রেমিকা শ্রীভল্লীর চরিত্রে দেখা মিলবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-র। তবে শোনা যাচ্ছে, এই ফিল্মে শ্রীভল্লীর মৃত্যু হতে চলেছে।
ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ‘পুষ্পা : দ্য রুল’-এর অফিশিয়াল পোস্টার। তাতে আল্লু ওরফে পুষ্পাকে দেখা যাচ্ছে একটি বিশেষ রূপে। দক্ষিণ ভারতের আদিবাসী সমাজের প্রাচীন রীতি অনুযায়ী একটি বিশেষ অনুষ্ঠানে ওই আদিবাসী সমাজের পুরুষদের দেখা মেলে এই রূপে। পোস্টারে পুষ্পারাজের পরনে রয়েছে লাল রঙের ব্রাইডাল শাড়ি ও ব্লাউজ। গলায় রয়েছে বিভিন্ন ধরনের লেবু দিয়ে তৈরি মালা। অদ্ভুত সাজে পুষ্পারাজের ভাইরাল হওয়া এই ছবি বলে দিচ্ছে ‘পুষ্পা : দ্য রুল’-এ আসতে চলেছে নতুন মোচড়। কয়েক ঘন্টা আগে অবধিও শোনা যাচ্ছিল আগামী 15 ই অগস্ট রিলিজ করতে চলেছে প্যান ইন্ডিয়ান ফিল্ম ‘পুষ্পা : দ্য রুল’।
অপরদিকে শোনা যাচ্ছিল আগামী 5 ই এপ্রিল রিলিজ করতে চলেছে কোরাতলা শিবা (Koratala Shiva) পরিচালিত ফিল্ম ‘দেবারা’। এই ফিল্মের মাধ্যমে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন শ্রীদেবী (Sridevi)-তনয়া ও বলিউড তারকা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন জুনিয়র এনটিআর (Jr. NTR)। কিন্তু এখন শোনা যাচ্ছে, পরিবর্তিত হতে চলেছে ‘পুষ্পা : দ্য রুল’ ও ‘দেবারা’-র রিলিজের তারিখ।
কারণ সম্পূর্ণ হয়নি ‘পুষ্পা : দ্য রুল’-এর শুটিং। লাগাতার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লু অর্জুন। ফলে বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি। কবে আল্লু শুটিং ফ্লোরে ফিরবেন তা এখনও জানা যায়নি। ফলে স্বাভাবিক ভাবেই পিছিয়ে গিয়েছে ফিল্মের পোস্ট-প্রোডাকশনের কাজ। এই কারণে প্রভাব পড়বে ফিল্ম মুক্তির তারিখে।
অপরদিকে ‘দেবারা’-য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান (Saif Ali Khan)। সম্প্রতি তাঁর ট্রাইসেপ সার্জারি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বর্তমানে বিশ্রামে রয়েছেন সইফ। একটি সূত্র বলছে, সইফ ‘দেবারা’-র শুটিং সম্পূর্ণ করেছেন অপারেশনের আগে। অপর একটি সূত্র অনুযায়ী, ফিল্মের ভিএফএক্স ও মিউজিকের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। ফলে পিছিয়ে যেতে চলেছে ‘দেবারা’-র মুক্তি। তবে শোনা যাচ্ছে, আগামী 15 ই অগস্ট রিলিজ করতে পারে ‘দেবারা’। কিন্তু ওই সময় মুক্তি পাবে রোহিত শেঠি (Rohit Shetty) পরিচালিত ফিল্ম ‘সিংহম আগেইন’। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ (Ajay Devgan)। ফলে নিশ্চিত ভাবে রীতিমত প্রতিযোগিতার সম্মুখীন হতে চলেছে ‘দেবারা’।