Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন সব জায়গাতে খালি পায়ে ঘুরছেন সুপারস্টার রামচরন? প্রশ্নের ঝড় সোশ্যাল মিডিয়াতে

Updated :  Thursday, April 7, 2022 10:23 PM

দক্ষিণী সিনেমা আর সুপারহিট কথাটা যেন একই মুদ্রার দুই পিঠ। একের পর এক সুপারহিট সিনেমা এখন দক্ষিণীদের দখলে। কিছুদিন আগে ভারতীয় দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল “পুষ্পা: দ্য রাইজিং স্টার”। এবার নতুন করে ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এসএস রাজামৌলির, “আরআরআর” (RRR) সিনেমা। রীতিমতো বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে এই সিনেমাটি। দেশের লাখ লাখ মানুষের এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এই সিনেমায় বিশেষ করে নজর কাড়লেন দক্ষিণী তারকা আলুরী সীতারাম রাজু। কি চিনতে পারলেন না? এই অভিনেতা রামচরণ নামে দেশজুড়ে খ্যাত।

গোটা দেশের কাছে এই রামচরণ এক অত্যন্ত জনপ্রিয় মুখ। অনেক সিনেমাতেই তিনি অসাধারণ অভিনয় করে লাখ লাখ মানুষের মন জয় করেছেন। সম্প্রতি তার হিট সিনেমার লিস্টে নতুন সংযোজন, “আরআরআর”। এখন বিভিন্ন জায়গাতে সিনেমার প্রমোশনের জন্য উপস্থিত হচ্ছেন তিনি। তবে সম্প্রতি অভিনেতাকে দেখা গিয়েছে তিনি বিভিন্ন জায়গায় খালি পায়ে হেঁটে যাচ্ছেন। প্রথমে ব্যাপারটা নেটিজেনদের চোখে না লাগলেও, এখন এই নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

সিনেমার প্রচারে হোক কি রিয়েলিটি শো এর শুটিং এই হোক, রামচরণ বর্তমানে যেখানেই যাচ্ছে সেখানেই তার খালি পা দেখা যাচ্ছে। জুতোজোড়া যেন হাওয়া তার জীবন থেকে। তবে কেন এমনটা? এই নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। মানুষের মনে আরও খটকা লেগেছে কারণ রামচরণ এখন সর্বদায় কালো পোশাক পরছেন এবং মাথায় তীলক কাটছেন।

আসলে জানা গিয়েছে যে দক্ষিণের সুপারস্টার রামচরণ প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন। আসলে পারিবারিক সূত্রে তিনি আয়াপ্পা ঠাকুরের ভক্ত। তাই কেরলের শবরীমালা মন্দিরের যাওয়ার আগে ৪১ দিন ধরে কঠোর নিয়ম পালন করতে হয় রামচরনকে। এই ব্রত অনুযায়ী অভিনেতা বর্তমানে কালো পোশাক পরছেন এবং নিরামিষ খাবার খাচ্ছেন। এছাড়া তিনি বিছানার বদলে মাটিতে ঘুমাচ্ছেন। এই সময়কালের মধ্যে তিনি জুতো পরতে পারবেন না এবং চুল দাড়ি কাটতে পারবেন না। ভক্তমহল রামচরনের এমন ভোলবদল দেখে সত্যিই অবাক হয়ে গেছে।