করোনাভাইরাস নিয়ে এবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করণা ভ্যাকসিন নিয়ে রাজ্যজুড়ে সমস্যা চলছে। নানা অব্যবস্থার অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভ্যাকসিন নিয়ে বর্তমানে তরজা একেবারে তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি বাইরে থেকে লোক এনে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এবারে সেই মন্তব্যের পাল্টা কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ বললেন, উনি যা করেন সব রাজনৈতিক দাবি করেন। কেন্দ্রীয় সরকার আগে থেকেই বলেছিল সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে যেমন ভাবে তৈরি হচ্ছে সেই ভাবে। এখন ভারত শুধুমাত্র ভ্যাকসিন বানাচ্ছে এবং ভারতের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে। সবাই বলছে ভারত যদি ভ্যাকসিন দেয় তাহলে আমরা বাঁচবো।দেশের লোকে ভ্যাকসিন দেওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্যাকসিন গ্রহণ করেছেন।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র গিমিক করেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। উনার অভিযোগ উনি কেন ভ্যাকসিন কিনে দিলেন না? কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা স্টেজ বাই স্টেজ চলছে এবং সরকারি ভ্যাকসিন সকলকে দেওয়া হবে। এবারের নির্বাচনের ক্ষেত্রে করোনাভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার কতটা করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে কাজ করতে পারে, তার ওপর নির্ভর করছে কতটা তারা ভোট পাবে সেটা। একাধিকবার সাধারণ মানুষের কাছে বিজেপির ব্যর্থতা তুলে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার রাজ্য সরকারের একাধিক ব্যর্থতার কথা টেনে আনছেন বিজেপি শীর্ষস্থানীয় নেতারা।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference