Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Katrina-Vicky: এখনই সুখবর দিতে নারাজ ক্যাটরিনা, কারণ শুনলে অবাক হবেন সকলেই

Updated :  Monday, November 21, 2022 8:03 PM

ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম সুন্দরী বলি ডিভাদের মধ্যে একজন। মিডিয়াতে কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় তাকে। গতবছরের শেষের দিকে বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা ভিকি কৌশলের সাথে সাত পাক ঘুরেছিলেন তিনি। সম্পর্ক থেকে বিয়ে সবটাই হয়েছিল গোপনীয়তা বজায় রেখে। তবে বিয়ের পর থেকে চর্চিত বলি জুটি হিসেবে তারা অন্যতম। তবে সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণে চর্চায় অভিনেত্রী।

কয়েকদিন আগেই নেটপাড়ায় অভিনেত্রীর একটি ভাইরাল হওয়া ছবি নিয়ে শোরগোল পড়েছিল। যেখানে ক্যাটরিনার বেবি বাম্প ছিল দৃশ্যমান। তবে সেই ছবি যে পুরোটাই এডিট করা এবং মিথ্যে ছিল, তা আগেই জেনে গেছেন নেটমহল। তারপর থেকেই একাংশের মাঝে তাদের সম্পর্ক নিয়ে চলছে নানা কথা। তবে এখনই যে অভিনেত্রী সুখবর দিচ্ছেন না, তা স্পষ্ট সকলের কাছেই। এখনই বাবা হওয়ার সুখ কপালে নেই ভিকির। তবে কেন এখনই মা হতে নারাজ অভিনেত্রী! তার আসল কারণ শুনলে অবাক হবেন সকলেই। জানুন বিস্তারিত।

গত বছরের শেষের দিকে ডিসেম্বরের প্রথমে সাত পাক ঘুরেছিলেন তারা। সেই থেকেই একে অপরের সাথে মন দিয়ে সংসার করছেন ক্যাটরিনা-ভিকি। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে আরো বেশি চর্চায় থাকেন তারা। তাদের যেকোনো ছবি কিংবা ভিডিও নিমেষে ভাইরাল হয়, যা চর্চা হওয়ার জন্য যথেষ্ট। এই মুহূর্তে এই দুই তারকাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ভীষণভাবে। দুজনেরই একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তারা। সন্তান নিয়ে এখনই বিশেষ কিছু ভাবছেন না এই তারকা জুটি, সেকথা স্পষ্ট হয়েছে তাদের প্রতিক্রিয়াতেই। তবে মিডিয়ার এই ধরনের ঘটনায় তারা বিশেষ পাত্তা দিতে নারাজ। কারণ বলিউডের তারকা জগৎ’এর গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার দরুন এমন বিভিন্ন ধরনের মিডিয়ার গুজব শুনতে তারা শুরু থেকেই অভ্যস্ত।