Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাশুড়ির কটূক্তিতে বিরক্ত অঙ্কিতা লোখান্ডে, ‘তুমি কি বিরতি চাও?’ – জিজ্ঞাসা ভিকিকে

কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস'-এর সতের তম সিজনের মূল আকর্ষণ অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈন (Viki Jain)। অঙ্কিতার সাথে ভিকির দাম্পত্য সম্পর্কের রসায়ন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সুন্দর…

Avatar

কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সতের তম সিজনের মূল আকর্ষণ অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈন (Viki Jain)। অঙ্কিতার সাথে ভিকির দাম্পত্য সম্পর্কের রসায়ন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সুন্দর হলেও বিগ বসের ঘরে প্রতি মুহূর্তে তা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। কখনও অঙ্কিতা ভিকিকে অকথ্য ভাষায় কথা বলছেন, লাথি মারছেন। কখনও বা ভিকি অঙ্কিতাকে চড় মারতে উদ্যত হচ্ছেন। সাম্প্রতিক কালে অঙ্কিতার শাশুড়ি এই ঘটনার প্রতিবাদ করে বলেছেন, অঙ্কিতাকে তাঁর পুত্রবধূ হিসাবে কোনোদিনই পছন্দ ছিল না। এর মধ্যেই বিগ বসের ঘরে অঙ্কিতা প্রেগন্যান্সি টেস্ট করিয়েছেন যার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর মধ্যেই ‘বিগ বস’-এর সতের তম সিজনের নতুন প্রোমো ভাইরাল হয়েছে চ্যানেলের ভার্চুয়াল পেজের মাধ্যমে। তাতে অঙ্কিতাকে বলতে শোনা যাচ্ছে, তাঁকে কেউ বোঝেন না। এর মধ্যেই ভিকিও নিজেদের সম্পর্ক নিয়ে তলিয়ে ভাবতে শুরু করেছেন। তাঁর নিজেকে এবং অঙ্কিতাকে নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। এই সময় অঙ্কিতা ভিকিকে পরামর্শ দেন, তাঁদের একে অপরের থেকে কিছুদিন দূরে থাকা উচিত। অঙ্কিতা বলেন, সবাই তাঁকে ভুল বুঝছেন। কিন্তু ভিকি মনে করেন, কে কি মনে করছে তা না ভেবে অঙ্কিতার নিজেকে নিয়ে ভাবা উচিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অঙ্কিতার অবশ্য এই ধরনের পরিস্থিতি খারাপ লাগছে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেন, সকলকে ভালোবাসেন তিনি। কিন্তু তবু দিনের পর দিন ভেঙে যাচ্ছেন অঙ্কিতা। ভিকি প্রথমে চুপ করে অঙ্কিতার সমস্যা শুনলেও পরে বলেন, তাঁকে অঙ্কিতার সন্দেহ করা ঠিক হয়নি। তবে অঙ্কিতার সাথে তাঁর মতের পার্থক্য রয়েছে বলে জানান ভিকি। কিন্তু এরপরেই ভিকিকে অঙ্কিতা জিজ্ঞাসা করেন, তিনি কি একটু বিরতি চান তাঁদের একঘেয়ে দাম্পত্য থেকে! অঙ্কিতার এই প্রশ্নে কার্যতঃ চমকে গিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন ভিকি। ভিকির উত্তর কি হবে তা জানা যাবে ‘বিগ বস’-এর আগামী পর্বে।

About Author