Bank Holiday: বুদ্ধ পূর্ণিমায় কলকাতায় ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ, হয়রানি এড়াতে জেনে নিন
মে মাস জুড়ে রয়েছে একাধিক ছুটি। মাসের প্রথম দিন থেকেই প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ছুটি পেয়েছে ব্যাঙ্ক কর্মীরা (Bank Holiday)। জাতীয় ছুটি, সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণেও কিছু কিছু শহরে বন্ধ থেকেছে ব্যাঙ্ক। উপরন্তু দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলায় সে কারণেও ভোটগ্রহণের দিনগুলিতে সংশ্লিষ্ট জায়গা গুলিতে বন্ধ থেকেছে ব্যাঙ্কের কাজকর্ম। আগামী ২৩ মে, বুদ্ধপূর্ণিমা। এদিন কি ব্যাঙ্ক খোলা থাকবে নাকি বন্ধ? কোন কোন শহরেই বা বন্ধ থাকবে ব্যাঙ্ক, যাবতীয় তথ্য রইল এই প্রতিবেদনে।
দেশ জ্য ছ্য এবং প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির ছুটির তালিকা তৈরি করে রিজার্ভৈ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসের শুরুতেই ব্যাঙ্কগুলির ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। ওই তালিকাতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন জায়গার ব্যাঙ্কে কবে কবে ছুটি।
আরবিআই এর তালিকা অনুযায়ী, বিভিন্ন ছোট বড় শহরে বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকছে। তালিকায় রয়েছে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো জায়গাগুলি।
আগামীতে ফের ২৫ মে শনিবার ভুবনেশ্বর এবং আগরতলায় রয়েছে ভোটগ্রহণ। তাই সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি এদিন মাসের চতুর্থ শনিবার বলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, নেটব্যাঙ্কিং এর মতো পরিষেবাগুলি পাবেন গ্রাহকরা। প্রসঙ্গত, প্রত্যেক সপ্তাহেই সাপ্তাহিক ছুটির দিনগুলিতে রাজ্য জুড়ে বন্ধ থাকে ব্যাঙ্ক। জাতীয় ছুটির দিনগুলিতেও দেশের প্রতিটি ব্যাঙ্কের ছুটি থাকে। এছাড়া দেশের যে যে অঞ্চলে বিশেষ কোনো আঞ্চলিক কারণে বা আঞ্চলিক উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে, সেই ছুটি গুলিও উল্লেখ করা থাকে তালিকায়।