নিউজরাজ্য

এটা দিল্লি নয়, এটা বাংলা, যারা ‘গোলি মারো’ স্লোগান দিয়েছে তারা শাস্তি পাবে : মমতা

Advertisement

বিধানসভা ভোটের আগে পুরভোটকে নজরে রেখে সিএএ নিয়ে বার্তা দিতে রবিবার শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  শহীদ মিনারে তার সভার আগে কিছু বিজেপি কর্মীরা পথেই কলকাতার রাজপথে বিতর্কিত গোলি মারো স্লোগান তোলে পুলিশ আধিকারিকদের সামনেই । এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু করে রাজনৈতিক মহলে।

এই ‘গোলি মারো’ স্লোগান বিতর্কে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোরের দলীয় কর্মসূচি থেকে তিনি বললেন এটা দিল্লি নয়, এটা বাংলা। রবিবার কলকাতার রাস্তায় যারা এই প্ররোচনামূলক স্লোগান দিয়েছে, তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, স্লোগান দেওয়ার কয়েকঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন : তৃনমুল-কংগ্রেসের নতুন কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’, কী সেই নতুন কর্মসূচি?

দিল্লিতে যারা উসকানিমূলক স্লোগান দিয়েছে, তারা শাস্তি পায়নি। কিন্তু কলকাতার রাস্তায় যারা এই স্লোগান দিয়েছে, তারা কড়া শাস্তি পাবেন, বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী বলেছেন দিল্লি সরকারের মতো তিনি চুপ থাকবেন না।  প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগ দেওযার আগে কলকাতার রাস্তায় ‘দেশ কে গদ্দার কো, গোলি মারো….’ স্লোগান দেয় কিছু বিজেপি সমর্থক।স্লোগান প্রসঙ্গে তৃনমূল নেত্রী বলেন জনগণ ঠিক করবে কারা গদ্দার।

Related Articles

Back to top button