Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holiday: মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাঙ্ক? জানুন ১১ ফেব্রুয়ারি কেন বন্ধ ব্যাঙ্ক

Updated :  Tuesday, February 11, 2025 9:03 AM

২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। অনেকে হয়তো ভাবছেন যে মঙ্গলবারে ব্যাঙ্ক কেন বন্ধ থাকবে। এটি জানা জরুরি যে, সেদিন তামিলনাড়ুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তবে ভারতের অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকবে। আসুন দেখে নেই RBI-এর ছুটির তালিকাটি।

থাইপুষম হল দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা মূলত তামিলনাড়ুতে ব্যাপক উৎসাহ ও আনন্দের সাথে পালন করা হয়। এই দিনে ভক্তরা ভগবান মুরুগানের পূজা করে থাকেন এবং মন্দিরে বিশেষ আচার অনুষ্ঠান করেন। এই উৎসবের গুরুত্বের কারণে তামিলনাড়ুতে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে, যাতে সকল ভক্তরা অনুষ্ঠানে অংশ নিতে পারেন। গ্রাহকদের উচিত আগে থেকেই তাদের ব্যাঙ্ক সংক্রান্ত কাজগুলো সেরে রাখা।

বিভিন্ন রাষ্ট্রীয় ও লোক উৎসবের পাশাপাশি প্রতি মাসের রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্কগুলো খোলা থাকে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এক নজরে দেখে নেওয়া যাক RBI এর ছুটির তালিকা:

– ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): থাইপুষমের জন্য চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
– ১২ ফেব্রুয়ারি (বুধবার): সন্ত রবিদাস জয়ন্তীর জন্য সিমলাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
– ১৫ ফেব্রুয়ারি (শনিবার): লোই-নাগাই-নি উৎসবের জন্য ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
– ১৯ ফেব্রুয়ারি (বুধবার): ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তীর জন্য বেলাপুর, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্ক বন্ধ।
– ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): রাজ্য দিবসের জন্য আইজল ও ইটানগরে ব্যাঙ্ক বন্ধ।
– ২৬ ফেব্রুয়ারি (বুধবার): মহাশিবরাত্রির জন্য আহমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেহরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ।

উইকএন্ড বন্ধের তালিকা:

-৮ এবং ৯ ফেব্রুয়ারি: দ্বিতীয় শনিবার ও রবিবার।
– ১৬ ফেব্রুয়ারি: রবিবার।
– ২২ এবং ২৩ ফেব্রুয়ারি: চতুর্থ শনিবার ও রবিবার।