Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holidays: আগামীকাল শনিবার কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? চেক করে নিন RBI প্রকাশিত ছুটির তালিকা

Updated :  Friday, July 19, 2024 9:58 PM

আপনার যদি এই জুলাই মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আরবিআই আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বড় ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরাসরি জানিয়ে দিয়েছে, এই মাসের আগামী এই কয়েকদিনে ব্যাংকগুলি বেশ কিছুদিন বন্ধ থাকবে। প্রথমেই প্রশ্ন জাগছে, কাল শনিবার ২০ জুলাই কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? আপনাদের জানিয়ে রাখি, ভারতের ব্যাংকগুলি আগামীকাল, ২০ জুলাই, ২০২৪ তারিখে, শনিবার খোলা থাকবে। কারণ এটি জুলাই মাসের তৃতীয় শনিবার, এবং মাসের তৃতীয় ও পঞ্চম শনিবারগুলিতে ব্যাংকগুলি স্বাভাবিকভাবেই কাজ করে। তবে মাস শেষ হওয়ার আগে বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ছুটির দিনের তালিকা দেখতে চাইলে এখানেই দেখে নিন।

১) ২১ জুলাই: রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

২) ২৭ জুলাই: মাসের চতুর্থ শনিবার গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে।

৩) ২৮ জুলাই: এদিন রবিবার। সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

ব্যাঙ্কের ছুটি থাকার কারণে গ্রাহকদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। যেমন, টাকা জমা করা, টাকা তোলা, চেক ডিপোজিট করা, চেক ক্যাশ করা, নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া বা ঋণ পরিশোধ করা ইত্যাদি কাজে সমস্যা হতে পারে। তাই ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো। বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং, UPI এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন। তবে জরুরি কাজের জন্য ব্যাংকে যেতে হলে আগে থেকেই জেনে নিয়ে যেতে হবে যে ব্যাংক খোলা আছে কিনা।