দুটো নাম নয়, দেশের নাম হোক একটাই। ‘ইন্ডিয়া’ বাদ দিয়ে নাম রাখা হোক শুধু ‘ভারত’। সংবিধান সংশোধন করে এই নাম পরিবর্তনের জন্য সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছেন দিল্লির এক ব্যক্তি। ‘ইন্ডিয়া’র পরিবর্তে নাম রাখতে হবে ‘ভারত’, দাবি জানিয়েছেন তিনি। এই মামলায় শুনানি শুরু হবে মঙ্গলবার। পিটিশনের পক্ষে সওয়াল করতে গিয়ে ওই ব্যক্তি দাবি করেছেন, পুরানো নামের মাধ্যমে দেশের ঔপনিবেশিক অতীতের গ্লানি থেকে মুক্তি মিলবে দেশের নাগরিকদের। নিজেদের জাতীয়তাবোধে গর্ববোধ করতে পারবেন তারা।
ওই ব্যক্তি আরও দাবি করেছেন, দেশের ঐতিহ্যের সঙ্গে সাযুজ্য রেখে দেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা হচ্ছে। তাহলে দেশের প্রকৃত পরিচয় ও আসল নাম স্বীকৃতি পাবে না কেন? একইসঙ্গে তিনি এও মনে করিয়ে দেন যে, দেশের সংবিধানের ১ নাম্বার অনুচ্ছেদ এই জন্যই সংশোধন করা হয়েছিল, যাতে নাগরিকরা তাদের ঔপনিবেশিক অতীতের আত্মগ্লানি কাটিয়ে উঠতে পারে। ইংরেজি নাম বদলের মাধ্যমে আমাদের জাতীয় পরিচয়ের প্রতি শ্রদ্ধাবোধ ও গর্ব অনুভব করবে নবীন প্রজন্ম।
ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত করা হলে আমাদের পূর্বসূরি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হবে বলেও জানান তিনি। এই বিষয়ে মামলাটি শুক্রবার প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে নথিভুক্ত করা হয়েছিল। তবে তিনি সেদিন সুপ্রিমকোর্টে উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আজ আবারও শুনানির জন্য নথিভুক্ত করা হয়েছে পিটিশনটি। ফলে, দেশের নাম কি হতে চলেছে জানা যাবে আজই।