আবারও কি পিছোবে ফাঁসির দিন? তাকিয়ে গোটা দেশ

বারবার পিছিয়ে যাচ্ছে নির্ভয়া কান্ডের অভিযুক্তদের ফাঁসি। এবার মৃত্যদন্ড এড়াতে শীর্ষ আদালতে কিউরেটিভ আরজি দাখিল করল নির্ভয়া মামলার অন্যতম অভিযুক্ত পবন গুপ্ত। এদিন শুক্রবার মৃত্যুদন্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন নির্ভয়া মামলার অন্যগম অভিযুক্ত পবন গুপ্তের আইনজীবি। এরফলে আবার মৃত্যুদন্ড পিছিয়ে যায় কিনা তার দিকে তাকিয়ে গোটা দেশ।

নির্ভয়া মামলার বাকি তিন অভিযুক্তের আইনি সাহায্যের সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। গত ২০১২ সালের ডিসেম্বর মাসে রাজধানীর রাজপথে একটি বাসে করে ফিরছিল ওই তরুনী ও তার বন্ধু। সেইসময় বাসে উপস্থিত বাকি অভিযুক্তরা তাকে গনধর্ষনক করে যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় এবং তরুনীর বন্ধুটিকে বেধড়ক মার দেওয়া হয়। এরপী ওই বাসেই তরুনী ও তার বন্ধুকে এক নির্জন জায়গায় বাস থেকে ঢাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এই নৃশংস গনধর্ষনের ফলে সারা দেশ জ্বলে ওঠে৷ অভিযুক্তরা ধরা পড়লেও এক অভিযুক্ত কারাগারেই আত্মহত্যা করে। তরুনীটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও জিততে পারেনি।

আরও পড়ুন : আগামী ১ মার্চ অমিত শাহের কলকাতা সফর ঘিরে বিক্ষোভ দেখাবে বাম সংগঠনগুলি

এই ঘটনার প্রায় সাত বছর পর সুপ্রিম কোর্ট ওই চার অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করে। কিন্তু আসামিরা বারবার আবেদন করে সময় নষ্ট করছে বলে অভিযোগ। তবে পাতিয়ালা হাউস ফাঁসির নতুন দিন ধার্য করেছে ৩ মার্চ। তবে এখন দেখার নতুন ফাঁসির দিন আবার ধার্য হয় কিনা।