Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়ি বসেই পাওয়া যাবে মদ, হোম ডেলিভারি করবে ‘আমাজন’

Updated :  Sunday, June 21, 2020 8:23 AM

এবার মদের হোম ডেলিভারি করবে অনলাইন বিপণী সংস্থা ‘আমাজন’। শুক্রবার এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে এই অনলাইন বিপণী সংস্থার। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের মাধ্যমে এমনটাই জানা গিয়েছে। এবার কোনো ‘সুইগি’ বা ‘জোম্যাটো’-এর মত ফুড ডেলিভারি সংস্থা নয়, মদের হোম ডেলিভারি দেবে ‘আমাজন’-এর মতন সংস্থা। যদিও সংস্থার তরফ থেকে কিছুই জানান হয়নি।

এছাড়া মদের হোম ডেলিভারিতে ছাড় পেয়েছে বিগ বাস্কেটও। ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো রাজ্যে মদের হোম ডেলিভারি করবে ‘আমাজন’। ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে এই মর্মে চুক্তি পাকা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ মদের চাহিদার দিকে নজর দিতে অনলাইন রিটেল ক্ষেত্রে ৬৫০ কোটি টাকা ডলার বিনিয়োগের কথা জানিয়েছে এই মার্কিন সংস্থা ‘আমাজন’।

প্রতি বছর পশ্চিমবঙ্গে ২ লক্ষ কোটি টাকার মদ বিক্রি হয়। এছাড়া করোনার প্রকোপে ফুড ডেলিভারি সংস্থা সুইগি ও জোম্যাটোকে মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।