২০১৪ সালের থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে অনেকটা বেশি সংখ্যক ভোটে জিতেছে গেরুয়া শিবির। দেশের বেশিরভাগ রাজ্যের রাজ্যের শাসক তারা। কিন্তু এখনও তাদের হাতে আসেনি বাংলা। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করতেও শোনা গিয়েছে বিজেপির(BJP) অনেক কেন্দ্রীয় নেতাকে। সেই কারণে এইবার অনেক আগে থেকে বাংলা জয়ের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে তাদের। এরই মাঝে মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে শুরু হল গেরুয়া শিবির এবং আরএসএসের(RSS) সমন্বয় কমিটির বৈঠক। তিন দিনের এই বৈঠকে করোনা ভ্যাকসিনের বিষয়ে আলোচনার সাথে বিধানসভা নির্বাচন নিয়েও কথা হবে বলে জানা গিয়েছে।
সূত্র হতে জানা গিয়েছে যে, বাংলার ক্ষমতা দখলের বিষয়ে বিজেপির মতোই মরিয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও। আর তাই কয়েক বছর ধরে রাজ্য জুড়ে সংগঠন বৃদ্ধির দিকে জোর দিচ্ছে তারা। বর্তমানে সেই কাজে অনেকটাই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে। সেই কারণে ক্ষমতা দখলের জন্য খুব একটা সমস্যা হবেনা বলেই মনে করা হচ্ছে। আরএসএস নেতৃত্বের আরও বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের বাংলার ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশিরা এই রাজ্যে ঢুকতে পারছে। সেই কারণে দেশের স্বার্থে এই অনুপ্রবেশকে বন্ধ করতে বিজেপিকে বাংলার ক্ষমতায় আনছে তারা। সেই জন্য রাজ্যের প্রতিটি দিকে পর্দার আড়ালে থেকে কাজ করছেন সংগঠন প্রস্তুতিতে দক্ষ আরএসএস প্রচারক এবং স্বয়ংসেবকরা।
এর সাথে করোনার ভ্যাকসিনের বিষয়েও এইদিন আলোচনা হওয়ার কথা রয়েছে এই তিন দিনের বৈঠকে। আরএসএস নেতৃত্ব চাইছে যে সদ্য অনুমোদিত ভ্যাকসিনের সম্পর্কে দেশের সমস্ত জনগণকে সচেতন করা হোক। এর সাথে আমাদের দেশে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও রাজনীতি না হয় সেই দিকেও খেয়াল রাখবে কেন্দ্রীয় পদ্ম শিবির। সূত্র থেকে জানা গিয়েছে কেন্দ্রের নেতারা এই দায়িত্বে থাকবেন।