এবছর দেরিতে হলেও বর্ষা তার প্লাবনলীলা থেকে পিছু হটে নি।গোটা রাজ্য জুড়ে হয়েছে প্রবল বৃষ্টি। এবছর নির্দিষ্ট দিনের থেকে প্রায় ৭০ দিন বেশী স্থায়ী হয়েছে বর্ষা। অক্টোবরে বৃষ্টিপাতের মাত্রা ভালোই ছিল। কিন্তু আবহাওয়াবিদদের মতে অবশেষে ক্ষান্ত হচ্ছে বর্ষারানী।
রেকর্ড সময় ধরে ঝড়ো ইনিংস চালানোর পর রাজ্য থেকে বিদায় নিতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা বিদায় হতে চলেছে। তবে আজ রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মেলা ভার।
আবহাওয়াবিদরা জানিয়েছে, কাল উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়, বর্ষা বিদায় নিলেই তাপমাত্রা কমবে।তারপরই হয়তো রাজ্যবাসী পাবে শীতের ছোঁয়া। তবে বাতাসে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।