আজকের দিনলিপিনিউজরাজ্য

Weater Update: উধাও শীত! ফের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় চলবে বৃষ্টি

Advertisement

কালীপুজোর সময়ে বেশ কিছুটা ঠান্ডা উপভোগ করেছে রাজ্যবাসী। তবে পুজো শেষ হতেই উধাও শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসের শুরুতে প্রাক ঠান্ডার মরশুমে বেশ মনোরম আবহাওয়া পেয়েছে বাংলার মানুষ। কিন্তু বর্তমানে গত দুদিন ধরে তাপমাত্রার পারদ ফের কিছুটা বেড়েছে। তবে দুদিন ধরে মেঘলা পরিস্থিতি কেটে গেলেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা গত কয়েক দিনে বেড়েছে। যার জেরে ফ্যানটা আবার জ্বালাতে হচ্ছে। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের কারণে উত্তরের হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। সে কারণেই তাপমাত্রা কমতে পারছেনা। শুক্রবারের মতো শনিবারেও তিলোত্তমার আকাশ ঢেকে মেঘে। সকাল থেকে এদিন সূর্য্যি মামার দেখা নেই। কলকাতায় শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া আলিপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে,১৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে থাকবে মেঘলা আবহাওয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনি রবিবার দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া বিরাজ করবে বঙ্গে। বিরাজ করবে কিছুটা উষ্ণ হাওয়া। আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। ১৬ নভেম্বর থেকেই ফের রাজ্যে ফিরবে শীত, কমবে রাতের তাপমাত্রা।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা এবং রাতের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button