নিউজরাজ্য

শীঘ্রই পড়বে জাঁকিয়ে শীত, কবে থেকে তাপমাত্রার পতন? জানাচ্ছে হাওয়া অফিস

বৃহস্পতিবার থেকেই কি তাপমাত্রা নিম্নমুখী হতে পারে কলকাতায়?

Advertisement

আগামী দু-তিন দিন ব্যাপক শীত অনুভূত হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে আগামী সপ্তাহে ফের হাওয়া বদল হতে পারে। এই আবহে ইঙ্গিত মিলেও এখনো কলকাতায় কনকনে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে রাজ জেলায় শীতের আমেজ কলকাতা তুলনায় বেশ কিছুটা বেশি বলা চলে। এদিকে আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জেনে পশ্চিমবঙ্গের আবহবায় কোন রকম প্রভাব পড়বে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে পারদের নিম্নমুখী যাত্রা অব্যাহত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। থমকে থাকা উত্তর-পশ্চিমের ধেয়ে আসা বাতাসে ঠান্ডার দাপট বাড়বে। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সন্ধ্যা এবং রাতের দিকে শীতের আমেজ বাড়বে। তবে সোমবার থাকবে রৌদ্রজ্জ্বল দিন এবং পরিষ্কার আকাশ।

এর আগে রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা ছিল একেবারে স্বাভাবিক। অন্যদিকে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৪%।

Related Articles

Back to top button