দেশনিউজ

১৬৯ বিধায়কের সমর্থন নিয়ে আস্থা ভোটে জয়ী উদ্ভব, ওয়াকআউট বিজেপির

Advertisement

অরূপ মাহাত: দীর্ঘ টানপোড়েনের পর গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। আর আজ আস্থা ভোটে নিজের শক্তি দেখালেন তিনি। জিতে এলেন ১৬৯-০ ভোটে। উদ্ভব ঠাকরের বিরুদ্ধে একটিও ভোট পড়েনি। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ১৬৯ জন বিধায়কের সমর্থন নিয়ে জয়ী হন তিনি। আস্থা ভোট চলাকালীন বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এদিন ভোটদানে বিরত থাকেন এমআইএম-এর ২ জন, রাজ ঠাকরের এমএনএস-এর ১ জন, সিপিআই-এর ১ জন বিধায়ক। আজকের আস্থা ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ি জোটের দলনেতা নির্বাচিত হন বালাসাহেব ঠাকরের পুত্র।

প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিলের তত্ত্বাবধানে এদিন দুপুর আড়াইটা নাগাদ আস্থা ভোট হয়। এই আস্থা ভোটে ১৬৯-০ ব্যবধানে জয়ী হয়ে আগামী ৫ বছরের পদে নির্বাচিত হন উদ্ভব ঠাকরে। স্থায়ী স্পিকার নির্বাচন না করেই আস্থা ভোট করার প্রতিবাদে বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা।

Related Articles

Back to top button