২৪ ঘন্টায় রাজ্যের অবহাওয়ার ফের পরিবর্তন, কী জানাচ্ছে হাওয়া অফিস
শীতের দাপট অনেকটাই কমে গেছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বাড়ছে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাঁধা পাচ্ছে যার জেরে জলীয়বাষ্প ঢুকেছে। শনি ও রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া বীরভূমে বৃষ্টি হবে। বর্ধমান, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এও। দক্ষিণবঙ্গের কিছু জেলায় থাকবে কুয়াশা।
আজ কলকাতায় আকাশ পরিষ্কারই থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি অর্থাৎ ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : ব্যাঙ্কের KYC থেকে NPR এর তথ্য সংগ্রহ করা হবে
শীতের শুরুতে আবহাওয়া যেমন ছিল শীতের যাওয়ার বেলায়ও একই রকম আবহাওয়া, সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ, দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি। তবে শনিবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে যার ফলে কিছুটা যার ফলে শীত কিছুটা ফিরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।