কলকাতা: আজ, শনিবার সকালে রোদ ঝলমল আকাশ কলকাতাবাসী দেখলেও, যত বেলা গড়িয়েছে আকাশের মুখ তত ভার হয়েছে। শুধু তাই নয়, কলকাতা সহ রাজ্য জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এইবার জানা গেল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতাসহ দুই 24 পরগনা ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলবে আগামিকাল, রবিবার পর্যন্ত।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানেও এই দু’দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টিপাত শুরু হলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে। ফলে যে প্যাচপেচে গরম রয়েছে, তা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। সাময়িক স্বস্তি মিললেও বর্ষা বিদায় নেওয়ার আগে এই ভ্যাপসা গরম অনুভুতি দিয়ে যাবে রাজ্যবাসীকে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর।