রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গের এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় নেই : রাহুল সিনহা
বিজেপি নেতা রাহুল সিনহা শনিবার অভিযোগ করেন পশ্চিমবঙ্গের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তিনি এও মনে করেন যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় নেই। এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন, ‘পশ্চিমবঙ্গের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এটা যদি চলতেই থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোন উপায় থাকবে না।’
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে অনুরোধ করেন নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে কোন ধরনের অপরাধমূলক কার্যকলাপ ও হিংসাত্মক আন্দোলনের মাধ্যমে সম্পত্তিহানি থেকে থাকার।
নাগরিকত্ব সংশোধনী বিল সোমবার গভীর রাতে লোকসভায় পাস হয়। পরবর্তীতে তা রাজ্যসভায় পাস হলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। গত ১২ ডিসেম্বর গভীর রাতে রামনাথ কোবিন্দ এই বিলে সই করলে তা আইনে পরিণত হয়। এর পর থেকেই উত্তাল হয়ে ওঠে দেশের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্যগুলো। এই হিংসাত্মক আন্দোলনে পশ্চিমবঙ্গ নবতম সংযোজন।