শ্রেয়া চ্যাটার্জি – ঘরের মধ্যে ঢুকে পড়েছে এক হনুমান, ঢুকে পড়ে সোজা খাবার টেবিলের ওপরে একেবারে পা উঠিয়ে বসে আছে। তবে এমন অতিথিকে দেখে বাড়ির লোকজন কিন্তু লাঠিসোটা নিয়ে তাড়িয়ে দেয় নি, বরঞ্চ উল্টোই হয়েছে। বাড়ির এক গৃহিণী পরম স্নেহে তাকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছেন। পাশেই রয়েছে জলের বাটি। মাঝে মাঝে তো হনুমানটি মাখা ভাত নিজের হাতে নিচ্ছে। তবে বোঝাই যাচ্ছে, সে এই মাতৃরূপী মানুষটির হাত থেকে ভাত খেতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করছে।
ঘরের আর পাঁচটা লোক যখন ভিডিও করতে ব্যস্ত, হনুমান কিন্তু এদিক ওদিক না তাকিয়ে টপাটপ মুখে ভাতের গাল পুরছে। ঘটনাটি ঘটেছে বীরভূমে। যতক্ষণ না হনুমানের মুখে খাবার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মানুষটি অপেক্ষা করছেন। ঠিক যেন বাড়ির বাচ্চাকে খাওয়ানোর মতো। গোল গোল গোল করে খাইয়ে দিচ্ছেন হনুমানটিকে। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় প্রায় কুড়ি হাজার শেয়ার হয়েছে। যে মানুষটি এমন পরম স্নেহে হনুমানটিকে খাইয়ে দিচ্ছেন তাকে প্রত্যেকে ভালোবাসা জানিয়েছেন।
চারিদিকে গাছপালা কেটে আমরা কংক্রিটের জঙ্গল তৈরি করছি। সেই কারণেই গাছ এর টাটকা ফল পাওয়া বড্ড দুষ্কর হয়ে পড়েছে। তাই বন্য জীবজন্তু ঘরে ঢুকে পড়ছে খাবারের আশায়। এমন পরম স্নেহে ভাত খাইয়ে দিতে আপনার যদি ভয় করে তবে দূর থেকেই এদের উদ্দেশ্যে খাবার ছুড়ে দিতে পারেন। তবে দয়া করে এদের এদেরকে হত্যা করবেন না এরা অবলা জীব। আপনার থেকে একটু খাবারই এরা প্রত্যাশা করে এছাড়া এরা কিছুই চায় না।