Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Lal Dupatta গানে অসাধারণ নাচলেন তরুণী, পোস্ট করতেই বাড়ছে ভিউ

Updated :  Saturday, December 23, 2023 9:55 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভিডিওর রমরমা। বিভিন্ন রকমের ভিডিও এখন চোখে পড়বে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেই। সময় যত এগোচ্ছে মানুষের মধ্যে বাড়ছে ভিডিও কনটেন্ট তৈরি করার প্রবণতা। ভিডিওর মাধ্যমে একাধিক ভালো দিক অর্জন করার সম্ভাবনা থাকে। অনেক সময় মানুষ নিজের প্রতিভার প্রতিফলন করাতে পারে না। সময়, সুযোগ যে কোনো কারণেই হোক না কেন চাপা পড়ে যায় বহু মানুষের সুপ্ত ইচ্ছা।

এই ভিডিও বা সোশ্যাল মিডিয়া মানুষকে দিচ্ছে নতুন সুযোগ। নিজের মতো করে ভিডিও তুলে প্রোফাইল বা পেজ থেকে পোস্ট করে দিলেই হল। সত্যি যদি ট্যালেন্ট থাকে, কনটেন্ট ভালো হয় মানুষ নিশ্চই তার কদর করবে। ভালো খারাপ যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছ থেকে জোরালো ফিডব্যাক পাওয়া যায়। অনেকেই নেট মাধ্যমকে কাজে লাগিয়ে নিজেদের পরিচিতি বৃদ্ধি করেছে রাতারাতি। এক সময় মনে করা হয়তো এই সব ভিডিও করা মানে সময়ের অপচয়। এখন অনেকের এই ভাবনা বদলাচ্ছে। ভিডিও মানেই যে খারাপ নয় সেটা বুঝতে শুরু করেছেন অনেকে। কারণ এই ভিডিও তৈরি করেও ভালো অর্থ উপার্জন করা যায়।

চাকরির বিকল্প হিসেবে অনেকেই এখন বেছে নিচ্ছেন অনলাইন কনটেন্ট ক্রিয়েটরের কাজ। যে যা ভালোবাসেন সেটাই তুলে ধরছেন সবার সামনে। ধারাবাহিকভাবে উপস্থান করতে পারলে লাভ। মানুষ যত দেখবে তত লাভ, ক্রমে শুরু হবে অর্থ উপার্জন।

এই প্রতিবেদনে দেওয়া ভিডিওটি তেমনই। জনপ্রিয় হিন্দি গানে নেচে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন এই মহিলা। ভালো পারফর্ম করেছেন তাই দর্শকরা বাহবা দিচ্ছেন কমেন্ট করে, সেই সঙ্গে সময়ের সাথে সাথে বাড়ছে ভিউ। আপনিও দেখে নিন লাল দুপাটটার এই ভিডিওটি –