অবাক করা ছবি, বরকে পিঠে নিয়ে দৌড় দিলেন বউ-রা
জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গসমতা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এবারে একটি অভিনব পন্থা গ্রহণ করল নেপালের দেব ঘাট গ্রামের একটি স্থানীয় স্কুল।
আপনারা সকলেই আশা করি আয়ুষ্মান খুরানা অভিনীত দম লাগাকে হাইসা সিনেমাটি দেখেছেন। সেই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে আয়ুষ্মান খুরানা কে পিঠে নিয়ে দৌড়ে ছিলেন চলচ্চিত্রে তার স্ত্রী ভূমি পেডনেকার। এবার সেরকমই কিছু একটা হল আন্তর্জাতিক নারী দিবসে। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গসমতা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এবারে একটি অভিনব পন্থা গ্রহণ করল নেপালের দেব ঘাট গ্রামের একটি স্থানীয় স্কুল। আন্তর্জাতিক নারী দিবসের দিন স্বামীদের কাঁধে নিয়ে দৌড়লেন তাদের স্ত্রী রা। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি অভিনব দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো। স্বামীদের কাঁধে চাপিয়ে দৌড় দিতে শুরু করলেন তাদের স্ত্রী রা।
প্রতিযোগিতায় অংশ নিলেন ১৬ জন জুটি। তারা একসাথে দৌড়ান প্রায় ১০০ মিটার। তাদেরকে উৎসাহ দানের জন্য দুদিকে ছিল মানুষের ঢল। একজন প্রতিযোগী জানান, “প্রতিযোগিতায় জিততে না পারলেও আমার এখানে অংশগ্রহণ করে অত্যন্ত ভালো লেগেছে। সর্বোপরি মহিলাদের এত সম্মান এবং প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা দেখে খুবই ভালো লাগছে।” নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছিলেন বহু মানুষ। প্রত্যেক অংশগ্রহণকারীদের একটি করে সার্টিফিকেট দেওয়া হয়েছে।
দেবগ্রাম এর প্রধান দুর্গা বাহাদুর থাপা বলেছেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে লিঙ্গ সমতার বার্তা ছড়াতে চেয়েছিলাম। এখানে কোনো রকম অর্থমূল্য ছিল না। এতদিন পর্যন্ত মহিলাদের কাজ ছিল শুধুমাত্র ঘর সামলানো। তাদের জীবনে কোনো রকম আশা ছিল না, কোন রকম স্বপ্ন ছিল না। কিন্তু এখন তাদের জীবন বেশ কিছুটা বদলেছে।”
তিনি আরো বলেন, ‘এখন নারীরা পুরুষদের থেকে কোন অংশে কিছু কম নয়। তারাও এখন পুরুষের দায়িত্ব নিতে পারেন। এই বার্তা আমরা ছড়াতে চেয়েছিলাম এই বিশেষ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। প্রত্যেক অংশগ্রহণকারীকে আমরা সংবর্ধনা জানাই। এবং তাদের স্পিরিটকে কুর্নিশ জানাই।”