বলিউডবিনোদন

কনকনে শীতে পুরুষ অনুরাগীদের মনে ঝড় তুলল এই ওয়েব সিরিজ

Advertisement

গত বছর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকায় ওটিটিগুলিকে সতর্ক করা হয়েছিল কন্টেন্ট বাছাই-এর ব্যাপারে। কিন্তু কিছু বি গ্রেডেড ওটিটি এখনও অবধি প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজকেই ভারতের বিনোদনের বাজার দখলের হাতিয়ার করে এগিয়ে চলেছে। এদের মধ্যে অন্যতম হল ‘ওয়াও’ নামে একটি অ্যাপ। এই অ্যাপে একের পর এক প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ স্ট্রিম হয়ে চলেছে। কিন্তু তা নিয়ে উঠছে না কোনো আপত্তি। 2023 সালের বাইশে ডিসেম্বর ওয়াও-এর ইউটিউব চ্যানেলে প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ ‘ব্রোকার’-এর অফিশিয়াল ট্রেলার আপলোড হয়েছিল। এই ট্রেলারের ভিউ এখনও পর্যন্ত সতের হাজারের কিছু বেশি অতিক্রম করেছে।

‘ব্রোকার’-এর কাহিনীর কেন্দ্রে রয়েছে দুই মহিলা। তারা ভাড়াবাড়ি খুঁজে বেড়ায়। একসময় একজন দালাল বা ব্রোকারের সাথে আলাপ হয় তাদের। সে ওই দুই মহিলাকে একটি দারুণ বাড়ি ভাড়া পাইয়ে দেয়। দালাল বলে, আর একটু দেরি হলে এই বাড়ি তাদের হাত থেকে চলে যেত। ওই দুই মহিলা তাকে বিশ্বাস করে ফেলে। কিন্তু একসময় ফেঁসে যায় ওই ব্রোকারই। ওই দুই মহিলা বলে, দালালটি ভার্জিন। এই কারণে খোলামেলা পোশাকে তাদের দেখে নিজেকে সংযত রাখতে না পেরে পালিয়ে যায় ওই দালাল। তবে একসময় সে এসে ওই মহিলাদের কাছে তার কমিশন ও এক মাসের বাড়ি ভাড়া চায়।

কিন্তু একসময় সে জানতে পারে, ওই বাড়িতে দুই মহিলা দেহ ব্যবসা চালাচ্ছে। দালাল ভয় পায়, বাড়ির মালিক জানতে পারলে তার কাজ চলে যাবে। কিন্তু একসময় দালালকে জলের মধ্যে মাদক মিশিয়ে পান করায় ওই দুই মহিলা। এরপর তারা ওই ব্যক্তিকে ধর্ষণ করে। মাদকের প্রভাবে বেড়ে যায় ওই দালালের যৌন ইচ্ছা। কিন্তু সে থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ তাকে নিয়ে মজা করে। ওই দালাল কি ন্যায় বিচার পাবে? প্রশ্নের উত্তর পেতে সাবস্ক্রাইব করতে হবে ওয়াও অ্যাপ।

Related Articles

Back to top button