নিউজরাজ্য

শুরু হচ্ছে একুশের মাধ্যমিকের ফর্ম ফিলাপের কাজ, তোড়জোড় শুরু মধ্যশিক্ষা পর্ষদের

Advertisement

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে চলতি বছরের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সারা বছর ধরে চলেছে অনলাইনের মাধ্যমে পঠন পাঠন। তবে পরবর্তী বছরে কি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে সেই নিয়ে শুরু হয়েছিল কিছুদিন আগে জল্পনা। ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে চলতি বছরে স্কুল কলেজ খুলবে না এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হবে না কোন টেস্ট পরীক্ষা। কিন্তু পরবর্তী বছরে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

সিলেবাস কমিটির সাথে দীর্ঘ আলোচনার পর স্থির করা হয়েছে যে পরবর্তী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৩০-৩৫ শতাংশ কম সিলেবাসে হবে। কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষার জন্য তোড়জোড় শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকে বসতে গেলে পড়ুয়াদের যে ফর্ম ফিলাপ করতে হয়, তা আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ক্যাম্প থেকে বন্টন করা হবে। এই দুদিন ক্যাম্প অফিস থেকে সব স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিকে এসে ফর্ম সংগ্রহ করে নিতে হবে। সেইখানে যেসব পরীক্ষার্থী কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে তাদের ফর্ম ও দেওয়া হবে। কিন্তু এরপর পড়ুয়াদের ফর্ম ফিলাপ করে, পর্ষদ কবে জমা দিতে হবে তা নিয়ে এখনও বিস্তারে জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের মধ্যেই ফর্ম ফিলাপের সমস্ত কাজ শেষ করে নিতে হবে।

কিছুদিন আগে কথা ছিল, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হবে। কিন্তু সম্প্রতি খবর অনুযায়ী, আগামী বছর ভোট কাটলে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তারপর মাধ্যমিক দ্বিতীয় সপ্তাহ অব্দি চলবে। মাধ্যমিক হওয়ার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। হইতো জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষা শেষ হয়ে যাবে। এখন আপাতত স্কুল শিক্ষা দপ্তরের তরফে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাধ্যমিক পরীক্ষার রুটিনের প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছে। সেই ভিত্তিতে আলোচনা হলে মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী বছরের মাধ্যমিকের নির্ঘণ্ট অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Related Articles

Back to top button