২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হল “ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম”. খিদের জ্বালা যে কি সেটা একমাত্র খিদের অনুভবেই বোঝা সম্ভব। ভর্তি পেটে সবই স্বর্গ মনে হয়, কিন্তু খিদের মুহূর্তে সব কঠিন। হয়তো পেটের জ্বালায় পৃথিবীর অনেক মানুষ অন্যায়ের পথ বেছে নেয়। দুবেলা দু মুঠো অন্ন জোগাতে যে কতো ঝক্কি সে আর বলার নয়! খিদেকে নির্মূল করার লক্ষ্যমাত্রা স্থির করে কাজে নেমেছিল বিশ্ব খাদ্য প্রকল্প। আর রাষ্ট্রপুঞ্জের এই কাজকেই সমর্থন জানাল নোবেল কমিটি।
২০২০ তে দাঁড়িয়ে আমরা অনেক এগিয়ে যাওয়ার পরেও এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঠিক করে খেতে পাননা। বলা বাহুল্য খাবার তাদের কাছে স্বপ্নসম। কারণ অর্থাভাব।
টাকার অভাবে তারা খেতে পান না, অন্যের দয়ায় যা জোটে তা খেয়ে পড়ে বেঁচে থাকে। আর খাবারের জন্য কতো মানুষ লড়াই করে অনেকে পশুর মুখ থেকেও ছিনিয়ে খায়। তাই রাষ্ট্রপুঞ্জের এই কাজকেই শান্তি পুরস্কার দিয়ে সাধুবাদ জানানো হল।