Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কীভাবে তৈরি হয়েছে করোনা ভাইরাস? জানাল চিনা বিজ্ঞানী

Updated :  Wednesday, September 16, 2020 1:50 PM

করোনা ভাইরাস প্রাকৃতিক নয়। পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে এই ভাইরাসকে। এমনটাই দাবি করেছেন চিনা বিজ্ঞানী ভাইরাোলজিস্ট ডঃ লি-মেঙ ইয়ান। এই মুহূর্তে চিন থেকে পালিয়ে গিয়েছেন তিনি। যদিও তার গবেষণামূলক তথ্যকে কার্যত প্রত্যাখ্যান করেছে বিজ্ঞানীমহলের একাংশ। তবুও তিনি নিজের দাবিতে কার্যত অনড়।

চিকিৎসক ইয়ান করোনা ভাইরাস সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ডাঃ ইয়ান, যিনি হংকং স্কুল অফ পাবলিক হেলথ-এ গবেষণা করেছিলেন। তিনি দাবি করেছেন তিনি কর্মরত ছিলেন যে ল্যাবটিতে, সেটিতেইই করোনা ভাইরাস তৈরি হয়েছিল বলে তার কাছে প্রমাণ রয়েছে। ইয়ান তাঁর দাবি প্রতিষ্ঠা করার জন্য বেশ কয়েকটি প্রমাণও সরবরাহ করেছেন। আর এখন তিনি দাবি করেছেন দুটি বাদুড়ের জিন মিশিয়ে এই করোনা ভাইরাস তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেছেন যে, করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন পরিবর্তন করে এটিকে আরও সহজ করা হয়েছে, যাতে এটি সহজে মানুষের শরীরে হামলা করতে পারে। তবে এই গবেষণাটি কোনও বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়নি বা এটি কারও দ্বারা পর্যালোচনা করা হয়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও প্রশ্ন যতই থাকুক চিনের এই গবেষকের চাঞ্চল্যকর দাবি হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্ব জুড়ে, তা বলাই যায়।