Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশ্বে প্রথম করোনার টিকা আবিষ্কার করলো রাশিয়া, প্রয়োগ করা হল রুশ প্রেসিডেন্টের কন্যার শরীরে

Updated :  Tuesday, August 11, 2020 3:29 PM

করোনার টিকা আবিষ্কারে বিশ্বের অন্যান্য দেশের থেকে রাশিয়া অনেকটা এগিয়ে রয়েছে এই খবর শোনা গেলেও এবার সেই গুঞ্জনকে সত্যি করে বাজিমাত করল রাশিয়া। এদিন মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন, “বিশ্বের প্রথম দেশ হিসেবে আজ সকালে করোনার টিকা রেজিস্ট্রার করল রাশিয়া”। তিনি আরও জানান, তাঁর স্বাস্থ্য মন্ত্রক প্রতিষেধকটির ব্যবহারে অনুমোদন দিয়েছে। আর এই প্রতিষেধক প্রথম প্রয়োগ করা হল রুশ প্রেসিডেন্টের কন্যার দেহেই।

Gamaleya Research Institute ও Russian Defence Ministry যৌথভাবে করোনার প্রতিষেধক আবিস্কার করেছে এমনটাই জানায় রাশিয়া। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছিলেন, প্রতিষেধকটির প্রতিটি পর্যায়ে সফল ভাবে পাশ করেছে। শেষ ধাপে ইতিবাচক সাড়া মিললে তা বাজারে ছাড়া হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, তাঁদের তৈরি প্রতিষেধক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এছাড়া এই প্রতিষেধকটি তৈরি করার পিছনে যেসমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাঁদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

রাশিয়া জানিয়েছে, খুব শিগগিরই এই প্রতিষেধক গণহারে উৎপাদিত হবে। রুশ প্রশাসন চাইছে, যাঁরা স্বাস্থ্য ও অন্যান্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন তাঁদের চলতি মাসেই টিকাকরণ করা হবে। রাশিয়ার পরিকল্পনা চলতি বছরে বাজারে তাঁরা চার কোটি টিকা আনবে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী ৬০ শতাংশ নাগরিকের দেহে টিকাকরণ করা হবে। গোটা বিশ্বে মারণ করোনা ভাইরাসের জেরবারে আশার কথা শোনাল রাশিয়া। এছাড়াও অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকটির কাজও প্রায় শেষের পথে বলে জানা গিয়েছে।