BB Plusটেক বার্তা

Electric Car: এক চার্জেই চলবে ১২০০ কিলোমিটার, মাত্র ৩.৪৭ লাখে কিনুন বাজারে সেরা ইলেকট্রিক গাড়ি

আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি ইলেকট্রিক গাড়ির বিবরণ দিতে চলেছি, যেটি মাত্র ৩.৪৭ লাখ টাকায় ক্রয় করতে পারবেন আপনি।

Advertisement

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বর্তমানে বেশিরভাগ গাড়ি-প্রেমীরা ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন। ফলে বিগত কয়েক বছরে চোখে পড়ার মতো বেড়েছে ইলেকট্রিক বাইক-স্কুটার এবং গাড়ি বিক্রির পরিমাণ। যার ছোঁয়া লেগেছে ভারতবর্ষেও। বর্তমানে টাটা-মাহিন্দ্রা সহ ওলার মত কোম্পানি প্রতিদিন ইলেকট্রিক সেগমেন্টে নতুন নতুন গাড়ি লঞ্চ করছে। যার চাহিদাও রয়েছে চোখে পড়ার মতো। এই মুহূর্তে যদি আপনি সবচেয়ে কম দামে বাজারের সেরা ইলেকট্রিক গাড়ি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি ইলেকট্রিক গাড়ির বিবরণ দিতে চলেছি, যেটি মাত্র ৩.৪৭ লাখ টাকায় ক্রয় করতে পারবেন আপনি।

আমরা আপনাদের বলি, চিনা অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা বেস্টুন গত বছর তাদের ইলেকট্রিক সেগমেন্টের সবচেয়ে ছোট গাড়ি লঞ্চ করেছে। গাড়িটি বিশ্ব বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই এর দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে সংবাদ শিরোনামে রয়েছে। ক্ষুদ্র পরিসরের এই গাড়িতে এমন একাধিক অত্যাধিক সুবিধা সংযুক্ত করা হয়েছে, যা বেশ পছন্দ হয়েছে গাড়ি প্রেমীদের। তাছাড়া, দ্রুত চার্জ করার জন্য গাড়িটিতে সংযুক্ত করা হয়েছে ফাস্ট চার্জার প্রযুক্তি। যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

যদি বাজারের সেরা এই ইলেকট্রিক গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে ২০ কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে। তাছাড়া, ফাস্ট চার্জিং প্রযুক্তির পাশাপাশি গাড়ি থেকে আকর্ষণীয় লুক প্রদান করা হয়েছে। এছাড়া এই গাড়িটিতে ৭ ইঞ্চির LED ডিসপ্লেও প্রদান করা হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি দামের কথা বলি, তবে গাড়িটি ৩.৪৭ লাখ টাকা থেকে শুরু হয়ে ৫ লাখ টাকা পর্যন্ত ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ভেরিয়েন্টের এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে ৮০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। তবে দুর্দান্ত এই গাড়িটি ভারতের বাজারে উপলব্ধ হবে কিনা, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি গাড়ি নির্মাণ কোম্পানির তরফ থেকে।

Related Articles

Back to top button