ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Yamaha কোম্পানি লঞ্চ করলো ১৫৫ সিসি সেগমেন্টের নতুন ক্রুজার বাইক, দেখে নিন ফিচার ও নতুন অবতার

ইয়ামাহা কোম্পানিটি এখন বাইকের দুনিয়ায় সবথেকে জনপ্রিয় একটি বাইকের কোম্পানি হয়ে উঠেছে

Advertisement
Advertisement

ভারতের বাজারে এখনকার দিনে ক্রুজার বাইকের চাহিদা দিন দিন বাড়তে শুরু করেছে এবং এর কারণে ভারতীয় সমস্ত বাইক কোম্পানিগুলি নতুন নতুন ক্রুজার বাইক বাজারে নিয়ে আসছে। বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় বাইক নির্মাতা কোম্পানি রয়েল এনফিল্ড এবং yamaha মোটরস তাদের নতুন ক্রুজার বাইক লঞ্চ করে দিয়েছে, যার লুক এবং চেহারা সবকিছুই দুর্দান্ত। আপনিও যদি এরকম একটা বাইক কিনতে চান তাহলে এটাই কিন্তু আপনার জন্য সবথেকে ভালো সুযোগ। ইয়ামাহা কোম্পানিটির সম্প্রতি তাদের নতুন বাইক Yamaha XSR155 লঞ্চ করে দিয়েছে যা আধুনিক ফিচার এবং বেশ কিছু স্টাইলিশ লুক সম্বলিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন বাইকের ব্যাপারে আরো বিস্তারিত

Advertisement
Advertisement

YAMAHA XSR155

ইয়ামাহা কোম্পানির এই নতুন বাইকটি দেখতে অত্যন্ত স্টাইলিশ এবং আপনাকে একটা বুলেট বাইকের অনুভূতি দিতে পারে। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ১৫৫ সিসি ইঞ্জিন যা আপনার দৈনন্দিন রুটিন এর জন্য হবে একেবারে সেরা। এই বাইকে বেশ কিছু চমৎকার ফিচার থাকতে চলেছে। এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন যা সর্বোচ্চ ১৯.৩ bhp শক্তি এবং সর্বোচ্চ ১৪.৭ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটির সাথে রয়েছে একটি সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এই বাইকটি আপনাকে একটি দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা দিতে পারে। অন্যান্য বৈশিষ্ট্যের ব্যাপারে বলতে গেলে আপনি এতে বেশ কিছু শক্তিশালী বৈশিষ্ট্য পেয়ে যাবেন যা একই সাথে আধুনিক। এই বাইকের রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও এই বাইকে পেয়ে যাচ্ছেন ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অডোমিটার, ডিজিটাল টিকোমিটার, এবং থাকছে সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম, যা আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা আরো ভালো করতে চলেছে।

Advertisement

দাম কত হবে এই বাইকের

এখনকার দিনে ভারতের যুবকদের মধ্যে এই বাইকটি বেশ ভালো জনপ্রিয়তা পেতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি আপনি যদি একটি স্টাইলিশ বাইক নিয়ে যে কোন জায়গাতে ভ্রমণ করতে চান তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা ভালো পছন্দ হতে পারে। এই বাইকের শুরু করেছে কোম্পানি মোটামুটি ১.৪৪ লক্ষ টাকা থেকে। এই বাইকে আপনারা বেশ কিছু ভালো ভালো রংয়ের বিকল্প পেয়ে যাবেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন এই বাইকের একটা দারুন জনপ্রিয়তা তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button