Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Yash-Nushrat: টুইনিং পোশাকে ভ্যাকেশন মুডে যশ-নুসরাত, নেটমাধ্যমেই জানালেন নিজেদের ঘুরতে যাওয়ার কথা

Updated :  Thursday, December 30, 2021 6:47 AM

শেষ কয়েক মাসে টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ-নুসরাত। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলেছে মিডিয়াতে এবং নেটদুনিয়ায়। তবে সেইসমস্ত বিষয় নিয়ে কোনদিনই প্রকাশ্যে মাথা ঘামাতে দেখা যায়নি এই তারকা জুটিকে। প্রতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে একেবারে ভ্যাকেশন মুডে পাওয়া গিয়েছে। সম্প্রতি নিজেদের এয়ারপোর্ট লুক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন তারা।

কয়েকমাস আগেই ঈশানের মা হয়েছেন নুসরাত জাহান। বর্তমানে তিনি সকলের সামনে স্বীকার করে নিয়েছেন তার সন্তানের বাবা যশ দাশগুপ্তই। এমনকি তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন সেকথাও এখন অজানা নয় কারোরই। বর্তমানে নিজেদের ছেলের দেখভাল করার পাশাপাশি ফুলফর্মে শুটিং করছেন তারা। তবে এবার বছর শেষে একই ধরনের পোশাকে এয়ারপোর্টে দেখা মিলেছে এই তারকা জুটির। দুজনে একই ধরনের শীতের ফুলহাতা টি-শার্ট এবং ট্রাউজার প্যান্ট পড়েছিলেন। দুজনেরই টি-শার্টের সামনে তিনটি টেডি বিয়ারের ছবি ছিল, শুধু রং আলাদা ছিল। দুজনেই যুগে এঁটেছিলেন চশমা। তাদের দেখে স্পষ্ট ছিল এই মুহূর্তে তারা একেবারেই ভ্যাকেশন মুডে রয়েছেন।

নিজেদের একটি সেলফি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন যশ দাশগুপ্ত, সেটি আবার রিপোস্ট করেছেন নুসরাত জাহান। নুসরাত জাহান নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে নিজেদের একটি ছবিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘এয়ারপোর্ট লুক’। এই ছবি পোষ্টের মাধ্যমে তারা দুজনেই তাদের ঘুরতে যাওয়ার কথা জানিয়েছেন সকলকে। তবে তারা কোথায় ঘুরতে যাচ্ছেন? ঈশানকে সাথে নিয়ে যাচ্ছেন কিনা ! সে ব্যাপারে বিশেষ কিছুই জানাননি এই জুটি।

সম্প্রতি ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’এ উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত। নুসরাত জাহান নিজের একমাত্র পছন্দকে আলাপ করিয়ে দিয়েছেন সকলের সাথে। এই শোতেই যশ দাশগুপ্ত পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি নিজে একজন ভীষণ প্রাইভেট মানুষ। নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনতে একেবারেই নারাজ অভিনেতা। রিল লাইফ আর রিয়েল লাইফকে একেবারেই মেলাতে রাজি নন তিনি।

সম্প্রতি এই শোতে তাদের দুজনের কথাবাত্রাতেই স্পষ্ট ছিল এই তারকা জুটির রিয়েল লাইফ কেমিস্ট্রি। নুসরাত জাহান তাদের সম্পর্কে যশ দাশগুপ্তকে কিছু ভালো কথা বলতে বললে তিনি জানিয়েছেন, বেশিরভাগ মানুষই তাদের ব্যাপারে ভালো কথা বলেন না তাহলে তিনি কীভাবে বলবেন! তবে এদিন যশ দাশগুপ্তর উপস্থিতিতেই তার প্রতি নিজের প্রেমের কথা স্বীকার করেছেন অভিনেত্রী। অবশ্য তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।