Nusrat Jahan :গাড়ি চালিয়ে অন্তঃসত্ত্বা নুসরতকে হাসপাতালে ভর্তি করলেন যশ,লক্ষীবারে আসছে সুখবর

আর মাত্র কয়েক ঘন্টা। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আসতে পারে সুখবর। কয়েক ঘন্টার মধ্যে নুসরত জাহানের কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান। বুধবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে…

Avatar

By

আর মাত্র কয়েক ঘন্টা। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আসতে পারে সুখবর। কয়েক ঘন্টার মধ্যে নুসরত জাহানের কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান। বুধবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে নানান জল্পনা শুরু হয় অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সব জল্পনার অবসান ঘটেছে। বুধবার রাত সাড়ে দশটার পর পার্কস্ট্রিটের ওম্যান ও চাইল্ড কেয়ার স্পেসালিটি হাসপাতালে প্রবেশ করেন তারকা সাংসদ, সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

নুসরত এখন নিজের জীবনের খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন। আর অভিনেত্রীর এই কঠিন সময়ে পাশে থাকলেন তাঁর ভালোবাসা অভিনেতা যশ দাশগুপ্ত। নিজে গাড়ি চালিয়ে নুসরতকে দক্ষিণ কলকাতার সেই হাসপাতালে ভর্তি করলেন।

প্রথমে বুধবার রাতে যশ নিজের পাম এভিনিউ এর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নুসরতকে নিয়ে নিজের ফ্ল্যাটে যান। তারপর সেখান থেকেই নুসরতকে নিয়ে হাসপাতালে পৌছলেন যশ দাশগুপ্ত। জানা গিয়েছে নিজের ডাক্তারের কাছে তিনি আবদার করেছেন, ডেলিভারির সময় যেন তাঁর পাশে থাকেন যশ। তাই জন্যই নুসরতের বাড়ি থেকে হাসপাতালে ভর্তি হওয়ার পর পুরো সময়টাতেই নুসরতের পাশে থাকছেন তাঁর সবচেয়ে কাছের মানুষ যশ দাশগুপ্ত।

Nusrat Jahan :গাড়ি চালিয়ে অন্তঃসত্ত্বা নুসরতকে হাসপাতালে ভর্তি করলেন যশ,লক্ষীবারে আসছে সুখবর

উল্লেখ্য,বুধবার সকালে যশ নিজের পরবর্তী ছবি ‘চিনেবাদাম’ ছবির শুভ মহরতে ব্যস্ত ছিলেন। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন যশ এবং এনা সাহা। তবে শুভ মহরত শেষ হতেই নিজের প্রেমিকা নুসরতের কাছে পৌঁছে গেছিলেন যশ। কারণ তাঁর এই সময়ে এক্কেবারে একা রাখতে চাননা তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার সি-সেকশনের মাধ্যমে প্রথম সন্তানের জন্ম দেবেন নুসরত জাহান।