বিপিএল রেশন কার্ড ধারকদের জিজ্ঞাসাবাদের সময় পাওয়া ভুয়ো ব্যক্তিদের বিরুদ্ধে এবারে ব্যবস্থা নিতে শুরু করল হরিয়ানা সরকার। মনমোহন সরকার ইতিমধ্যেই পরিবার পরিচয় পত্রের ভিত্তিতে আধারের সঙ্গে বিপিএল কার্ড লিংক করেছিল। আধার কার্ডে যে আয় বর্ণিত ছিল সেই ভিত্তিতে বিপিএল কার্ড এবং এ পি এল কার্ডের তফাৎ করা হয়েছিল। তাতেই বেশ কিছু পরিবার এমন রয়েছেন যাদের বিপিএল কার্ড রয়েছে কিন্তু তারা অযোগ্য। এবারে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে হরিয়ানা সরকার।।
এখনো পর্যন্ত পিপিপি পোর্টালে শুধুমাত্র জমি স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বিবরণ আপডেট করা হয়েছিল। তবে এখন থেকে যে পরিবারের সদস্যরা তাদের নামে চার চাকার গাড়ি নিবন্ধন করেছেন তাদের তথ্য পোর্টালে আপলোড করা হবে বলে জানা যাচ্ছে। এখন থেকে এই ধরনের পরিবারগুলিকে বিপিএল বিভাগ থেকে বাদ দেওয়া হবে এবং তাদের রেশন কার্ড সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে সরকার।
শিক্ষার্থীরাও তাদের পারিবারিক পরিচয় ভিত্তিতে বাসের পাশ পেতে চলেছেন এবার থেকে। DFFC অশোক শর্মা সদর দপ্তর পোর্টালে পরিবর্তন করেছেন এবং নতুন ব্যবস্থায় রাজ্য জুড়ে পারিবারিক পরিচয় পত্র এবং যানবাহন দূষণ শংসাপত্র জারি করার নির্দেশ দিয়েছেন। নতুন গাড়ির নিবন্ধনের সময় পারিবারিক পরিচয় পত্রের প্রয়োজন হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। যাদের নামে বাড়ি এবং প্লট নিবন্ধিত রয়েছে তাদের বিপিএল কার্ড কেটে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এইজন্য সরকার শহরে ১০০ গজের এবং গ্রামের ২০০ গজের বাড়ির ক্ষেত্রে ছাড় দিলেও, এখন সেই ছাড় নেই। সফলভাবে ড্রোন দিয়ে গ্রামীণ এলাকা জুড়ে জরিপের কাজ করে এই সমস্ত সম্পত্তির তথ্য পেয়েছে সরকার। আর সেই সম্পত্তির ভিত্তিতে এবারে অনলাইনে সমস্ত মূল্যায়ন করা হবে।














