ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

‘ইয়েস ব্যাংকের আমানতকারীদের অর্থ নিরাপদ’, আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ

Advertisement

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আজ বলেন যে, ‘ইয়েস ব্যাংক সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ করছে ভারতের রিজার্ভ ব্যাংক। আরবিআইয়ের গভর্নর আমাদের আশ্বাস দিয়েছেন যে, ইয়েস ব্যাংকের কোনও আমানতকারীর এখানে কোনও ক্ষয়ক্ষতি হবে না।’ একইসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘ইয়েস ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমানতকারী, ব্যাংক এবং দেশের অর্থনীতির পক্ষে রয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন ‘আমি নিশ্চিত করতে চাই যে প্রতিটি আমানতকারীর অর্থ নিরাপদ। এরজন্য আমি আরবিআইয়ের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি।’ আরবিআই এবং সরকার উভয়ই ইয়েস ব্যাংকের সমস্যাটি বিশদভাবে দেখছে এবং যা ব্যবস্থা নেওয়া হবে তা সবার স্বার্থ সুরক্ষিত করেই নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি আরও যোগ করেন যে, ইয়েস ব্যাংকের গ্রাহকরা যাতে ৫০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারে তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন : টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, তোলা যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা

আগের দিন, আরবিআই প্রধান শক্তিটিকান্ত দাস ইয়েস ব্যাংক সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংক সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলার ব্যাপারে ছাড়পত্র দেয়। তবে দেশের চতুর্থ বৃহত্তম বেসরকারি ঋণ প্রদানকারী এই সংস্থার পরিচালনায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে আরবিআই।

Related Articles

Back to top button