Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Yash-Nusrat: ঈশানের বাবা মাকে মিলিয়ে দিল নীল রঙ! মা হওয়ার পর যশের সাথে প্রথম ফটোশ্যুট নুসরতের

Updated :  Friday, September 17, 2021 4:22 PM

গত বছর ডিসেম্বর মাস থেকে টলিউডের ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছিলেন যশ-নুসরত। তবে এখন আরা এই সেলেব দম্পতি চুপিচুপি প্রেন করছেননা। বরং নুসরত জাহান আর যশ দাশগুপ্ত থুরি যশরতের প্রেম কাহিনি রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে দেশজুড়ে। বুধবার রাতেই প্রকাশ্যে এসেছে নুসরত পুত্রের আসল পিতৃপরিচয়, ঈশানের বার্থ সার্টিফিটিকেট মিলিয়ে দিল যশরতকে। কারণ এই সার্টিফিকেট বলছে একরত্তির বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত। শুধুই ঈশানের মায়ের সাথে খুল্লমখুল্লা প্রেম নয়, ঈশানের বাবা হিসাবেও এবার প্রকাশ্যে এসেছেন যশ দাশগুপ্ত। 

এখন এই চর্চিত জুটিকে নিয়ে আলোচনা আর সমালোচনার দুই শেষ নেই। কলকাতা পুরসভার নথিতে ঈশানের বাবা হিসাবে যশের নাম উল্লেখ থাকার পর থেকেই অভিনেতার সঙ্গে যোগাযোগের কম চেষ্টা করেননি বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। তবে এখন তিনি নিজের আসন্ন ছবি ‘চিনে বাদাম’-এর শ্যুটিংয়ে যশ বেজার ব্যস্ত হয়ে পড়েছেন৷ তাই এই মুহূর্তে তিনি স্পিকটি নট।

এর মাঝেই শুক্রবার বিশ্বকর্মার পুজোর দুপুরে এই দুই তারকার ইনস্টাগ্রামের দেওয়ালে ফুটে উঠল নতুন বেশ কিছু ছবি। না একসাথে এখনো কোনো ছবি নেই তবে লোকেশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড, সবই বলছে একসঙ্গেই এই নতুন ফটোশ্যুট সেরেছেন দুজনে। শুধু কি লোকেশন এক, দুজনের সাজপোশাকেও রয়েছে সামঞ্জস্য। না আজকে এই ফটোসেশান সাড়েননি বরং গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গত শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এই ফটোশ্যুট সেরেছেন ‘যশরত’। আর একসঙ্গেই লেন্সবন্দি হয়েছেন দুজনে। এখনো একসাথে কোনো ছবি না দিলেও সেটা ক্রমশ প্রকাশ্য। 

এদিন ফটোশ্যুটের ছবি পোস্ট করে নুসরত। অভিনেত্রীএ ফটোসেশান করা ছবিতে দেখা গেল, ঘন নীল খাটো ঝুলের পোশাক। আর খোলা চুল আর নিউড মেক আপে লেন্সবন্দি হয়েছেন নিউ মাম্মা নুসরত। এই ছবিটির নীচে ক্যপাশানে লিখলেন ভিটামিন B3-র কথা.. বিউটিফুল, ব্রিলিয়ান্ট এবং ব্রেভ অর্থাৎ সুন্দরী, অসাধারণ এবং সাহসী এই তিনটি বিশেষণ দিয়েই নিজেকে ব্যাখা করলেন ঈশানের মাম্মা। 

আর যশের দেখা মিলল ব্লু ডেনিম এবং গাঢ় নীল হুডি জ্যাকেটে। আর যশ এই ছবির নীচে ক্যাপশনে লিখলেন, ‘আমার মনের মধ্যে রয়েছে কয়েক কোটি ভাবনা, তা সত্ত্বেও যদি তুমি আমায় প্রশ্ন কর তাহলে আমি শুধু হাসব…’। মনের ভিতর অনেক কথা জমা থাকলেও এই মুহূর্তে প্রকাশ্যে মুখ ফুটে কিছু বলতে চান না যশ, সেকথা ইঙ্গিতে জানিয়ে দিলেন তারকা। তবে দুজনের ফটোসেশান বেশ ভালোই ভাইরাল।