অযোধ্যায় মসজিদ নির্মাণ কার্যে বিকল্প জমি চিহ্নিত করা হল। উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জানায় কয়েকটি জমি চিহ্নিত করা হয়েছে যার মধ্যে পছন্দমত একটি জমি বেছে নিতে পারবে শুনি ওয়াকফ বোর্ড। অযোধ্যায় বিশেষ সময় পুজোর জন্য ১৫ কিলোমিটার বৃত্তাকার পথ পরিক্রম করে থাকেন অনেক ভক্ত। এই রীতিকে বলা হয় পঞ্চকোশি পরিক্রমা।
জানা যায় এই পঞ্চকোশি পরিক্রমা এলাকার বাইরে থাকবে মসজিদ নির্মাণ করার জন্য জমিগুলি। কারণ একই সময় কালে হিন্দু ও মুসলমান ধর্মের উৎসবে কোন সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্যই পঞ্চকষি পরিক্রমার বাইরে জমি বাছা হয়েছে মসজিদের জন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযে পাঁচটি প্লট ঠিক করা হয়েছে মসজিদের জন্য সেগুলি হল অযোধ্যা- সুলতানপুর রোড, অযোধ্যা- ফৈজাবাদ রোড, অযোধ্যা- বাসতি রোড, অযোধ্যা- গোরক্ষপুর রোডের ধারে। উত্তরপ্রদেশ সরকার স্থান গুলি চিহ্নিত করে ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছে। যদিও এখনো পর্যন্ত সুন্নি ওয়াকফ বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি যে তারা মসজিদ তৈরির জন্য জমি নেবে কিনা।