এবার কোটিপতি হওয়া আরও সহজ, FD-তে আকর্ষণীয় সুদ দিচ্ছে SBI
যদি আপনি প্রবীণ নাগরিক হন, সে ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাকে ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করবে।
অবসর জীবন সুগম করার উদ্দেশ্যে বর্তমানে বেশিরভাগ ভারতীয়রা বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন। বিশেষ করে ভারতীয় পোস্ট অফিস এবং জীবন বীমাতে (LIC) বিনিয়োগ করেন অধিকাংশ নাগরিক। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছি, যেখান থেকে আপনি মোটা অংকের টাকা রিটার্ন পাবেন। আর সময়ের সেরা এই পরিকল্পনাটি আপনাদের হাতে তুলে দিচ্ছে ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আপনি যদি স্বল্প সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, তবে অবশ্যই ভারতের বৃহত্তম ব্যাঙ্ক SBI-এর অমৃত কলশ প্ল্যানটি গ্রহণ করতে পারেন। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় স্টেট ব্যাংকের অমৃত কলস পরিকল্পনায় বিনিয়োগ করে ইতিমধ্যে গ্রাহকরা বাম্পার রিটার্ন পাচ্ছেন। আমরা আপনাদের বলি, অমৃত কলস পরিকল্পনায় মাত্র ৪০০ দিনের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। এরপর ম্যাচিউরিটি সহ আপনার বিনিয়োগ করা অর্থের উপর ৭.১ শতাংশ হারে সুদ পাবেন।
শুধু তাই নয়, যদি আপনি প্রবীণ নাগরিক হন, সে ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাকে ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করবে। অর্থাৎ আপনি যদি এই পরিকল্পনায় ১,০০০০০ টাকা বিনিয়োগ করেন, তবে নির্দিষ্ট সময় শেষে আপনি ১,০৭৫৫৬ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ আপনার বিনিয়োগ করা অর্থের ওপর আপনি ৭,৫৫৬ টাকা সুদ পাবেন। আমরা আপনাদের বলি, ভারতীয় স্টেট ব্যাংকের অমৃত কলস পরিকল্পনা ইতিমধ্যে বেশ পছন্দ করতে শুরু করেছেন গ্রাহকরা। এই সুযোগ হাতছাড়া করলে অবশ্যই আপনি আফসোস করবেন।