Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিরাট বড় সুযোগ! রাণুর মতো আপনিও হতে পারেন রাতারাতি সেলেব্রেটি! জেনে নিন আপনাকে কি করতে হবে

Updated :  Sunday, October 13, 2019 6:25 PM

রানুমন্ডলের সামান্য রানাঘাটের স্টেশন সিংগার থেকে রাতারাতি সেলিব্রিটি হওয়ার কথা আমরা সবাই জানি। সোশ্যাল মিডিয়ায় রানুর গাওয়া “এক প্যায়ার কি নাগমা” গানটি ভাইরাল হয়ে যায় নিমেষে। তারপর বলিউড অভিনেত্রী হিমেশে রেসমিয়া তার ট্যালেন্টের সঠিক মুল্যায়ন করে তাকে মুম্বাইয়ে ডেকে পাঠান। এবং সম্প্রীতি হিমেশ ও রানু মন্ডলের গান ” তেরী মেরীর মত সুপার হিট গান গাইলেন।

এবার আপনিও হতে পারেন রাতারাতি সেলেব্রেটি। নতুন প্রতিভার খোঁজে হিমেশ রেসমিয়া। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লেখেন, স্টারমেকার অ্যাপ-এর  #just duet  ইভেন্টে খুন ভাল সাড়া পাচ্ছেন। তিনি আরো বলেছেন ইভেন্ট-টা ফলো করতে থাকুন, তার খুব প্রিয় সঙ্গীত শিল্পী আপনাদের সঙ্গে ডুয়েট করবেন।

ইতিমধ্যেই Starmacker অ্যাপে অনেকে গানের ভিডিও শ্যুট করে পাঠিয়েছেন, তাঁদের মধ্যে থেকে সেরাদের বেঁছে নিয়ে একটি ভিডিও কোলাজ ও বানিয়েছেন হিমেশ রেসমিয়া । সেই ভিডিওতে দেখাগিয়েছে হিমেশও তাঁদের সঙ্গে গান গাইছেন।