নিউজদেশ

LPG Cylinder: রেশন কার্ড থাকলেই মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার, কি করে আবেদন করবেন? জানুন বিস্তারিত

রাজ্যের ৩৭ লাখ পরিবারকে বিপিএল এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে

Advertisement

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই উৎসবের মরশুমে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সম্প্রতি রাজস্থান সরকার এক নতুন উদ্যোগ ঘোষণা করেছে যার অধীনে, রেশন কার্ডধারীরা এখন ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। আগে এই সুবিধাটি শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এবং বিপিএল কার্ডধারীদের জন্য ছিল।

কি করে আবেদন করবেন?

রাজস্থান সরকারের এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হলো, রাজ্যের দরিদ্র জনগণ যাতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনের খরচের চাপে পড়ে খাদ্য ও রান্নার জ্বালানী কিনতে সমস্যায় না পড়েন। ইতিমধ্যে রাজ্যের ১ কোটির বেশি পরিবার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় রয়েছে, যার মধ্যে ৩৭ লাখ পরিবারকে বিপিএল এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় সস্তায় গ্যাস সিলিন্ডার দেয়া হচ্ছে। রাজস্থান সরকার জানিয়েছে যে, রেশন কার্ডধারীদের ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। সুবিধাভোগীদের প্রথমে তাদের রেশন কার্ড এলপিজি আইডি (গ্যাস সংযোগ নম্বর) এর সাথে লিঙ্ক করতে হবে। একবার এই লিঙ্কিং সম্পন্ন হলে, তারা গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, আবেদনকারীদের একটি আধার কার্ড, জন আধার কার্ড, গ্যাস ডায়রি (এলপিজি আইডি), এবং রেশন কার্ড প্রয়োজন হবে। আবেদনকারীরা তাদের নিকটস্থ রেশন দোকানে গিয়ে পয়েন্ট অফ সেল (POS) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি মোবাইল নম্বর আধারের সাথে যুক্ত থাকে, তবে OTP এর মাধ্যমে সিডিং করা যাবে। আর যদি মোবাইল নম্বর না থাকে, তবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভর্তুকি সুবিধা

এলপিজি সিলিন্ডারের জন্য উজ্জ্বলা প্রকল্পের আওতায় সরকারের ভর্তুকি দেয়া হয়। এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রতি বছর ১২টি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভর্তুকি পান। এই ভর্তুকি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং সাধারণত এটি ২ থেকে ৩ দিনের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। যদি কোন ভর্তুকি সমস্যা হয়, তাহলে ভোক্তা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের ডিবিটিএল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন অথবা গ্যাস এজেন্সি ও ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেও সমস্যার সমাধান পেতে পারেন।

Related Articles

Back to top button