ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhar Card KYC: ঘরে বসেও করতে পারবেন আধার কেওয়াইসি, জেনে নিন পুরো প্রক্রিয়াটা

ঘরে বসে আপনি যদি এই কাজটা করতে চান তাহলে আপনার জন্য রয়েছে ভালো সুযোগ

Advertisement
Advertisement

যদি আপনার আধার কার্ড আপনি দশ বছর ধরে ব্যবহার না করেন কিন্তু আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডের কেওয়াইসি করে ফেলতে হবে। আর যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার কার্ড সাসপেন্ড করে দেওয়া হবে। এই ধরনের আধার কার্ডের সংখ্যা লক্ষাধিক থাকে এবং বায়োমেট্রিক নির্দিষ্ট সময়ে আপডেট না করার কারণে অনেকেই আধার কার্ড নিয়ে চিন্তায় পড়েন। যদি নির্ধারিত সময়ের আগে আপনি বায়োমেট্রিক আপডেট না করেন তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত ফি দিয়ে এই কাজটা করতে হবে। এই কারণে সময় মতো আধার কার্ড আপডেট করা খুবই দরকার।

Advertisement
Advertisement

সময় সময়ে আধার কার্ড আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখনকার দিনে। শিশুর পাঁচ থেকে সাত বছর বয়সের কার্ড এবং ১৫ থেকে ১৭ বছরের কার্ড পরবর্তীতে আপডেট করার দরকার পড়ে। প্রতি ১০ বছরে আপনি এই কাজটা করতে পারেন। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করেন তাহলে আপনি সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আপনার আধার কার্ড সাসপেন্ড হয়ে যেতে পারে এবং আপনি দশ বছরে আপনার আধার কার্ড হারিয়ে ফেলতে পারেন। দশ বছর পর আপনার ছবির মধ্যে পার্থক্য থাকবে। ম্যাচিং এর সময় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও দশ বছরে কিন্তু আপনার ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট এর মধ্যে সামান্য তফাৎ আসতে পারে। সেটাও কিন্তু অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু আধার কার্ড দিয়ে আপনি বায়োমেট্রিক করতে পারবেন না। সেই কারণে এই কার্ড আপনাকে আপডেট করতে হবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে।

Advertisement

আপনি যদি গত ১০ বছরে আপনার আধার কার্ড ব্যবহার না করে থাকেন তবে আপনাকে কেওয়াইসি করে ফেলতে হবে। আপনি এটা অনলাইনেও করতে পারেন। কেওয়াইসি প্রমান করবে আপনার আধার কার্ডের সময় জমা দেওয়ার নথি গুলি একই রয়েছে। যদি আধার কার্ড ব্যবহার না করা হয় তবে মনে করা হয় ব্যক্তি কোথাও বাইরে গেছেন বা সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। আগে শিশুদের জন্য আধার কার্ড তৈরি করা খুব সহজ ছিল। কাউন্সিলর বা স্কুলের আইডি কার্ড জমা দিয়ে আধার কার্ড করানো যেত। তবে এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু শিশুদের আধার কার্ড করানোর জন্য জন্ম প্রমাণপত্র প্রয়োজন। এছাড়াও এমন জন্ম প্রমাণপত্র হতে হবে যেটা অনলাইনে দৃশ্যমান। তবে কিন্তু এই আপডেট করা যেতে পারে। আপনি যদি বায়োমেট্রিক কেওয়াইসি করতে চান তবে আপনার কাছে অবশ্যই প্যান কার্ড রেশন কার্ড ভোটার আইডি কার্ড এবং স্থায়ী বসবাসের শংসাপত্রের মতো কিছু নথি থাকতে হবে। আপনি এই নথির যে কোন একটি মাধ্যমে আপনার কেওয়াইসি করতে পারেন। আপনি যদি জানতে চান আপনার আধার কার্ড সক্রিয় আছে কিনা, সেটা আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button